1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ইসরায়েলি হামলায় ২ সেনা নিহতের দাবি ইরানের

  • প্রকাশের সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৫ বার সংবাদটি পাঠিত
ইসরায়েলি হামলার পর তেহরানের সাধারণ চিত্র। ছবি: রয়টার্স।

কণ্ঠ ডেস্ক

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় তাদের ২ সেনা নিহত হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে উদ্ধৃত করে ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষায় ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তাদের ২ সেনা নিজেদের জীবন উৎসর্গ করেছে। শনিবার (২৬ অক্টোবর) ইরানে হামলা চালায় ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইরান জানিয়েছে, তাদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।স্থানীয় সময় রাত ২ টার দিকে রাজধানী ও এর আশপাশের সামরিক ঘাঁটিগুলোতে কয়েক ঘণ্টা ধরে একাধিক বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যমগুলো। প্রায় এক মাস আগে গত ১ অক্টোবর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে এই হামলাটি চালানো হয়। তখনই ইসরায়েল পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছিল। আর এর ফলে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের পাল্টা বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং অন্যান্য ব্যবস্থাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে ইসরায়েল ইরানকে সতর্ক করে বলেছে যে তারা পাল্টা হামলা চালালে তেহরানকে চড়ামূল্য দিতে হবে। ইরানের একটি আধাসরকারি সংবাদ সংস্থা ইসরায়েলের এই হামলার জবাবে ‘সমান প্রতিক্রিয়া’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION