1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

গরিবের দুঃখ কে ঘোচাবে

  • প্রকাশের সময় শনিবার, ২ মে, ২০২০
  • ১০৭ বার সংবাদটি পাঠিত

মুস্তাকিম সাকিবঃ সারা দেশে চলছে লকডাউন। বন্ধ সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান ,বন্ধ ইনকাম পাতি সব কিছুই।একজন মধ্যবিত্ত ছোট দোকানির সারা মাসে কত টাকা বা ইনকাম করে ১০ হাজার বা ধরলাম ২০ হাজার। ১০ হাজার টাকায় ৫ জনের একটি সংসারে সাধারণ ভাবে চালাতে গেলে দিনে ৩ বেলা ( সকাল,দুপুর,রাত) খেতে গেলেও মাসে ৪৫০ বার খাওয়া পড়ে তা হলে বুঝতে হবে একটি মধ্যবিত্ত পরিবারে এক মাস বসে খেলে ১০ হাজার টাকায় কখনো সম্ভব না চলা যদি না সে তার সথে উদবিত্ত কোন ইনকাম না করে। বিগত ২৪ মার্চ রাত থেকে শুরু করে সারা বাংলাদেশ আজ লকডাউন।প্রশাসনের চাপে অনেকে ভয়ে ব্যবসা করতে পারে নাই। কথায় আছে না ব বসে খেলে রাজার ভান্ডার এ কোলায় না সত্যি তাই। আর কতদিন বসে খেলে উৎবিত্ত বা গচ্ছিত টাকায় চলবে। অপর দিকে নিন্ম আয়ের মানুষেরা তো কম বেশ হাত পেতে বা সরকার থেকে একটু হলেও সহায়তা পাচ্ছে । ধনীদের কথা আর কি বা বলবো তা তো সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন । এর মধ্যে চলে এসেছে মহা পবিত্র মাহে রমজান ,সকল পরিবার ই জানে রমজান মাসে খরচ টা একটু বেশিই হয় নেই কোন ইনকাম খরচ বেড়ে তো আর লাভ নাই। অনেক সময় না খেয়ে কাটছে অনেকের দিন। কিছু দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলেও সকল দোকান খোলার তো আর অনুমতি নাই।এদিকে অনেক সেহরি করছেন মাংস ভাত দিয়ে আবার অনেকে এক গ্লাস পানি দিয়ে,আবার ফেইসবুকে পোস্ট দিচ্ছন সাহরি ডান ইফতার ডান হাই রে বিবেক। আপনারা বিত্তবান যারা শহরে আছেন তাঁরা একবার কি খোঁজ নিতে পারেন না আপনার পাশের বাসার মধ্যবিত্ত পরিবারে কি অবস্থা? একটি মধ্যবিত্ত পরিবার কারোর কাছে চাইতে পারে না আবার সইতে ও পারে না। একজন মধ্যবিত্ত ব্যবসায়ীর কাছে কেমন আছেন আপনি জানতে চাইলে তিনি এমন গল্প জানান। আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মধ্যবিত্তদের সহায়তা করার জন্য, কিন্তু কে শোনে কার কথা এমন অবস্থা বর্তমানে। মধ্যবিত্তরা ব্যস্ত খাবারের অনুসন্ধানে ঠিক তখন কিছু মানুষরূপি কিছু জানোয়ারেরা ব্যস্ত গরিবের ত্রাণ,চাল,সরকারি সহায়তা আত্মসাৎতে। গরিবের হক চুরি করে কতো বা বড় লোক হতে পারবে আমার জানা নাই কিন্তু সকল বিত্তবান দের উচিত তার পাশের মানুষের খবর রাখা, ইসলামে আছে রমজান মাসে ১ টাকা দান করলে ৭০ টাকার সওয়াব আল্লাহ তার আমলনামায় প্রদান করেন। আসুন সকলে আমরা সহায়তার হাত টা বাড়িয়ে দি। বাড়িতে থাকি নিরাপদ থাকি।

লেখকঃ
মুস্তাকিম সাকিব
সাধারণ সম্পাদক
প্রত্যয় সমাজ উন্নয়নমূলক সংগঠন

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION