স্টাফ রিপোর্টার
যশোর পৌরসভার উদ্যোগে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে পৌরসভার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক রফিকুল হাসান। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল হোসেন, নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ড, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার সামিনা পারভীন, স্যানেটারি ইন্সপেক্টর আসাদুজ্জামান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল এবং মিউনিসিপ্যাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান। আগামী ২৪ অক্টোবর ২০২৪ থেকে ২ নভেম্বর পর্যন্ত এই টিকা প্রদান করা হবে। মাসের প্রথম দুই সপ্তাহ অর্থাৎ ১০ কর্মদিবস স্কুলে এইচপিভি টিকা প্রদান করা হবে। পরবর্তী দুই সপ্তাহ অর্থাৎ আট কর্মদিবস কমিউনিটি ক্লিনিকে টিকা দেয়া হবে। এই টিকা ১০ বছর থেকে ১৪ বছর শিশুকন্যাদের (৫ম থেকে ৯ম শ্রেণি) শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।