রুপদিয়া প্রতিনিধি
মাদকসম্রাট টেকার শামীম এবার ইয়াবাসহ পুলিশের হাতে আটক! রবিবার রাত ৮টার দিকে রূপদিয়া বাজারের নরেন্দ্রপুর রোডের মোল্যা ভ্যারাইটিজ ষ্টোরের সামনে থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেন স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শাহিনুর ইসলাম। পুলিশ জানায়, যশোর সদর কোতয়ালী থানার নরেন্দ্রপুর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে রূপদিয়া বাজারের নরেন্দ্রপুর সড়কের মোল্যা ভ্যারাইটিজ স্টোরের সামনে শামীম নামে একজন মাদক কারবারী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই শাহিন হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি শামিম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলেন। এসময় তার স্বীকারক্তি মতে উপস্থিত স্বাক্ষীগণের সম্মূখে শামিমের প্যান্টের পকেট বিশেষ ভাবে রাখা ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত শীর্ষ মাদক কারবারী শামীম গাজী ওরফে টেকার শামীম (৩২) সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট (গোডাউন) এলাকার মোঃ নুর আলী গাজীর ছেলে। উল্লেখ্য এর আগেও একজন তরুণী কে শামীম, তার ভাই সোহেল সহ তার সহযোগীরা মিলে গনধর্ষন করলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শামিম ও তার ভাই রুপদিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী সোহেল কে আটক করেছিলো কারাগারে থাকার সময় স্থানীয় এক চেয়ারম্যান এর অনুসারী হওয়ার সুবাদে জেল থেকে জামিন করিয়ে আনে। জেল থেকে বেরিয়ে ফের মাদক চাদবাজি সহ পুর্বের অপরাধে জড়িয়ে পড়ে শামীম ও তার সহযোগীরা। এদিকে শামিম কে আটকের খবরে এলাকাবাসি স্বস্তির পাশাপাশি অন্যান্য মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসীদের আটকের দাবী জানান এঘটনায় মাদক কারবারী শামীম গাজীর নামে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। এসআই শাহিন হোসেন আরো জানায় আটককৃত শামীমের বিরুদ্ধে গনধর্ষন, চাঁদাবাজী, মাদক কারবার সহ অন্তত ৭টি মামলা চলমান রয়েছে।