জহুরুল ইসলাম
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের বাতিল ঠেকাতে যশোর সদর উপজেলার ৭ টি ইউনিয়নের ৭২ জন ইউপি সদস্য স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন।গতকাল রবিবার সদর উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এসে ইউপি সদস্যরা জড়ো হয়ে বলেন,এ সময় তাদেরকে পাঁচ বছর মেয়াদের আগে যেন সরকার অপসারণ না করে, এই দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। এতে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার হোসেন , জিয়াউর রহমান , কচুয়া ইউনিয়ন পরিষদের ইউ পি সদস্য দেলোয়ার হোসেন , তুহিন হোসেন, ইউ পি সদস্য সাহারার হোসেন সিহাব, সদস্য রেখা খাতুন , শিখা বেগম , রিক্ত বেগম, সোহেলী বেগম, হৈবতপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন , লেবুতলা ইউনিয়নে মোহাম্মদ জবেদ আলী , ফতেপুর ইউনিয়নের কায়েম আলী,আকরাম হোসেনসহ অনেকে।বক্তারা বলেন, দলমত নির্বিশেষে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের পদ থেকে অব্যাহতি দেয়া হলে প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তাই আমাদের পূর্ণ মেয়াদ পর্যন্ত না রাখা হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি লিখিত স্মারকলিপি দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা ইউএনও শারমিন আক্তার জানান, ইউনিয়ন পরিষদের সদস্যরা আমাকে একটি লিখিত স্মারকলিপি দিয়েছেন।