1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংস্থাসমূহকে সম্পৃক্তকরণ জরুরী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে-সালাউদ্দিন দেবহাটা গাজীরহাট মৎস্য আড়ৎতে ত্রি বার্ষিক নির্বাচনে সভাপতি মনি ও সম্পাদক রাজু দেবহাটায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে মুক্তিযোদ্ধা আটক ১৪৪ ধারা ভঙ্গ চলছে প্রাচীর নির্মানের কাজ শুরু তারুণ্যের রাজনৈতিক অধিকারের আওয়াজে মুখর খুলনার সার্কিট হাউজ ময়দান মনিরামপুরে সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মনিরামপুরে ভাটা মালিক শাহিন সড়ক দুর্ঘটনায় নিহত আশাশাশুনিতে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে যুবকের মৃত্যু জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ  এনামের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান 

নিজেদের স্বপ্নের পিছনে ছুটতে কখনো ব্যর্থতার কথা ভাবা যাবেনা- পুলিশ সুপার

  • প্রকাশের সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার সংবাদটি পাঠিত
নিজেদের স্বপ্নের পিছনে ছুটতে কখনো ব্যর্থতার কথা ভাবা যাবেনা- পুলিশ সুপার
যশোর প্রতিনিধি

যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১ টার সময় যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ। তিনি উপস্থিত কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতেই তিনি কৃতী শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন করাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন ব্যর্থ হলেই মন খারাপ করে থেমে গেলে সঠিক গন্তব্যে পৌঁছানো যাবেনা এক্ষেত্রে সফল হতে হলে অবশ্যই আবার এগিয়ে যেতে হবে। আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি আর এই স্বপ্নকে সফল করতে হলে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের প্রয়োজন হয়, তোমরা মনে রাখবে নিজেদের স্বপ্নের পিছনে ছুটতে কখনো ব্যর্থতার কথা ভাবা যাবেনা। পরিশেষে শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে অধিকতর সতর্কতা অবলম্বন করতে বলেন এবং মাদককে এড়িয়ে চলার আহবান জানান। অনুষ্ঠানে সর্বমোট ৮৪ জন কৃতী শিক্ষার্থীদের হাতে এই সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়। এর মধ্যে ৮০ জন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত ও বাকি ৪ জন জিপিএ-৪ পেয়েছে। উল্লেখ্য যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিকভাবে শিক্ষা ক্ষেত্রে জেলা ও বিভাগীয় পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করে আসছে। বিদ্যালয়টি পরিচালিত হয় জেলা পুলিশ যশোর দ্বারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আজিজ, পরিচালক, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, মনোতোষ কুমার নন্দী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী, কৃতী শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION