1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ

শিমুলিয়া ইউনিয়নের মেম্বার গং এর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে ইউএনও’র নিকট অসহায় পল্লবের আবেদন

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১ বার সংবাদটি পাঠিত
শিমুলিয়া ইউনিয়নের মেম্বার গং এর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে ইউএনও’র নিকট অসহায় পল্লবের আবেদন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে একটি জমিকে কেন্দ্র করে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার রায়-ডিক্রীকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ঘটনায় শিমুলিয়ার ইউপি সদস্য (মেম্বার) মাহবুর রহমান ও অজ্ঞাত ১৫/২০জনের বিরুদ্ধে অনুমানিক ২৫-৩০লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ চেয়ে ইউএনও ও প্রশাসক’র নিকট শহিদুল ইসলাম পল্লব নামের এক অসহায় ব্যক্তি একটি আবেদন দাখিল করেছেন। তিনি উত্তর রাজাপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে। আবেদন সূত্রে জানা যায়, সোমবার (১৪ অক্টোবর) আবেদনকারীর পরিবারের সদস্যদের উপজেলার অন্তর্গত ১৭নং রাজাপুর মৌজায় সি.এস খং ১৬৭/১, এস.এ খং ১/১, এস.এ দাগ ১০১৭, আর.এস দাগ ১৫৭৯ পরিমান ৭.৮০ একর নালিশি জমি রয়েছে। বর্ণিত জমাজমি বাবদ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত, যশোরে প্রতিপক্ষের বিরুদ্ধে দেওয়ানী ১৭/১২ নং বন্টনের মোকদ্দমা দাখিল করিয়া উহা দোতরফা সূত্রে শুনানী অন্তে বিগত ইং ১৫/০৪/২০১৩ ইং তারিখে প্রাথমিক ডিক্রী এবং বিগত ইং ১০/১১/২০২০ইং তারিখে চুড়ান্ত ডিক্রী প্রাপ্ত হয়। প্রকাশ থাকে যে, উক্ত মামলায় সরকার বাহাদুর পক্ষে জেলা প্রশাসক পক্ষে হাজির হইয়া, জবাব প্রদান করেন। পরবর্তীতে প্রতিপক্ষ তথা সরকার পক্ষ উক্ত রায় ডিক্রীর বিরুদ্ধে মিস ৯৩/২১ নং মোকদ্দমা দায়ের করেন। পরবর্তী বিজ্ঞ সহকারী জজ ঝিকরগাছা আদালতে বদলী হইয়া মিস ২২/২১ নং মামলায় উপনীত হয়। উক্ত মামলায় এই সরকার পক্ষের উপস্থিতিতে দো-তরফা শুনানী অন্তে বিজ্ঞ আদালত ২৩/০২/২০২৩ ইং তারিখে সরকার পক্ষের মামলাটির রায় পূর্ববর্তী বিবাদী সোহরাব হোসেন ও খায়রুন নাহার গং এর পক্ষে রায় ও ডিক্রী বহাল পূর্বক মিস মামলাটি বিজ্ঞ আদালত খারিজ আদেশ প্রদান করেন। পরবর্তীতে ১ থেকে ৫নং প্রতিপক্ষ অর্থাৎ সরকার পক্ষ যাহাতে বাদী পক্ষকে কোন প্রকার স্বত্ব দখলীয় জমিতে বিঘœ সৃষ্টি ও লিজ প্রদান না করিতে পারে এই মর্মে বিজ্ঞ আদালত দেং ৬৫/২১ নং চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমার ১২/৩/২০২৪ইং তারিখে বাদী পক্ষের অনুকুলে রায় ডিক্রি প্রদান করেন। বিজ্ঞ আদালত থেকে পূর্বের রায় ডিক্রী বহাল পূর্বক বর্তমানে সকল মামলা নিষ্পত্তি অবস্থায় রহিয়াছে। বিজ্ঞ আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা, রায় ও ডিক্রীর বিরুদ্ধে গিয়ে বিবাদী গং এর সাথে সংযুক্ত হয়ে ৩য় পক্ষ শিমুলিয়ার ইউপি সদস্য মাহবুর রহমান ও অজ্ঞাত ১৫/২০জন লুটপাট, শারীরিক ও মানষিক নির্যাতন এবং হয়রানী সহ ক্ষতি সাধন ও আবেদনকারীকে হত্যা করে লাশ গুম করার ষড়যন্ত্র করে আসছে। যেটা বিজ্ঞ আদালত অবমাননা এবং মানবতা বিরোধী কর্মকান্ড। এ যাবৎ কাল অনুমানিক ২৫-৩০লক্ষাধিক টাকার সকল প্রকার ক্ষতি সাধন করেছেন। বর্তমানে আবেদনকারী ও তার পরিবার অর্ধহারে-অনাহারে ও সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়ে অসহায় অবস্থায় জীবন যাপন করছে। এ জন্য বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার রায়-ডিক্রীর প্রতি সম্মান প্রর্দশন, ভূমিদস্যুতা বন্ধ ও ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সহানুভূতি কামনা করেছেন। এবিষয়ে ভুক্তভোগী শহিদুল ইসলাম পল্লব বলেন, বিগত ২বছর পূর্বে এডিসি রাজস্ব তুষার কুমার পাল স্যার আমাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে এসিল্যান্ড ও নায়েবকে সামনে রেখে এক পর্যায়ে মিমাংসা করে দিয়েছে। তবে এখন আবার আমার নিকট ইউএনও স্যার মামলার বিষয়ে বিজ্ঞ আদালতের ইনফরমেশন ¯িøপ চেয়েছে। যেটা আমি আমার আবেদনের সাথে সেটা সংযুক্ত করেছি। আমি আশাবাদি আমাদের বর্তমানের ইউএনও স্যার খুব ভালো মানুষ। তিনি আমাদের প্রতি ন্যায় বিচার করবেন। উক্ত বিষয়ে মতামতের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রশাসক ভুপালী সরকার এবং শিমুলিয়ার ইউপি সদস্য (মেম্বার) মাহবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে ফোন রিভিস হয়নি।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION