বিশেষ প্রতিনিধি:
কারেন্টের আগুনে কাগজপত্র পুঁড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ৪১ জন দরিদ্র সদস্য’র ১২ লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। উপজেলার চালুয়াহাটি ইউপি’র রত্নেশ্বরপুর যুব উন্নয়ন সমিতির সভাপতি ও ম্যানেজারসহ ৪ জনের বিরুদ্ধে এই অভিযোগ থানা-পুলিশের কাছে করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত শুরু করেছে। জানা যায়, উপজেলার রত্মেশ্বরপুর যুব উন্নয়ন সমিতি দু’গ্রুপের ৪১ জন সদস্য জনপ্রতি ৫০০ টাকা হারে মাসিক সঞ্চয় জমা করে। ২০১৮ ও ২০১৯ সাল থেকে টাকাগুলি জমা শুরু হয়। মেয়াদ শেষে এদের পাওনা রয়েছে ১২ লক্ষ ৩০ হাজার টাকা। জমাকৃত টাকার একটি টাকাও কোন সদস্যকে ফেরত দেওয়া হয়নি। সমিতির সদস্য হাদিউজ্জামান, আনিছুর বিশ্বাস, বাবলুর রহমান ও আশরাফুল মোড়ল এই অভিযোগ মনিরামপুর থানায় করেছেন। থানার এএসআই ফিরোজ হোসেন অভিযোগটি পেয়েছেন বলে জানান। এদিকে, ক্ষতিগ্রস্থ দরিদ্র সদস্যরা অভিযোগ করে বলেন, স্থানীয় চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের ইতোমধ্যে বিষয়টি নিয়ে শালিস হয়েছে। শালিসে সিন্ধান্ত ছিল চলতি বছরের ৮ আগষ্টের মধ্যে সমিতির সভাপতি ও ম্যানেজার জমাকৃত টাকা ফেরত দিবেন। সদস্য হাদিউজ্জামান বলেন, চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করায় তারা থানা পুলিশের আশ্রয় নিয়েছেন। সমিতির ম্যানেজার বাপ্পি জানান, কারেন্টের আগুনে কাগজপত্র পুড়ে যাওয়ায় তিনি তার নিজের টাকাটিও ফেরত পাননি। জমাকৃত অর্থ সভাপতিসহ কয়েকজনের কাছে গচ্ছিত রয়েছে বলে তিনি দাবী করেন।