বাংলাদেশ || ১৬ ডিসেম্বর ২০২৫

দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৪, ১৪ ডিসেম্বর ২০২৫

দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫, সকাল ১০ টায় দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মাঠে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দেবহাটা উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, দেবহাটা কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সকল শহীদ বুদ্ধিজীবিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা'র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শরীফ খান, দেবহাটা থানার নবাগত ওসি মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মোল্ল্যা, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, সাতক্ষীরা প্রেসক্লাবে সহ-সভাপতি মাহবুবার রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আঃ ওহাব, ছাত্র প্রতিনিধি তানভীর হোসেন ও  ইমরান হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু,  উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম, বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল,  রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম,বিআরডিপি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুল ইসলাম, জন স্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সঞ্জয় মন্ডল,  উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল ছাত্তার, সাংবাদিক হাফেজ জি এম আব্বাসউদ্দীন,  উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন প্রমুখ।