বাংলাদেশ || ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসে বিবেক’র শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে বিবেক’র শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪:০৩, ১৬ ডিসেম্বর ২০২৫

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিনটি সরকারি ছুটির দিন হিসেবে গণ্য করা হয়। নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ১৬ ডিসেম্বর মহান এ বিজয় দিবসে দেশের সরকারি বে সরকারি সামাজিক সাংস্কৃতিকসহ সকল শ্রেনী পেশার মানুষ এ বিজয় উৎসব পালন করে তারই ধারাবাহিকতায় যশোর মনিহার চত্বরে বিজয়স্তম্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা। সংস্থার সভাপতি ওবাইদুল ইসলাম অভি ও সাধারন সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনির নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, বিবেক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার  সম্মানিত উপদেষ্টা  আব্দুস সবুর,সিনিয়র সহ সভাপতি  নাসির খন্দকার,ত্রান ও দুর্যোগ সম্পাদক শরীফ মাহমুদ,কোষাধাক্ষ নুর ইসলাম মনা,প্রচার সম্পাদক অবায়দুল্লাহ, নির্বাহী সদস্য তরিকুল ইসলামসহ অনেকে।
উল্লেখ্য, মানবতার কল্যাণে আমরা ঐক্যবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে সামনে রেখে ২০২০ সালে আত্মপ্রকাশ ঘটে বিবেক স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থার, সংস্থাটি ইতিমধ্য দেশব্যাপী সুনাম অর্জন করছে।