বাংলাদেশ || ১৩ ডিসেম্বর ২০২৫

শ্যামনগরে পিস্তল-গুলি বোমা উদ্ধার 

শ্যামনগরে পিস্তল-গুলি বোমা উদ্ধার 

মোঃ আব্দুল আলিম,শ্যামনগর উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৬, ১৩ ডিসেম্বর ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, শুক্রবার দুপুর ১২টায় কোস্ট গার্ড কয়রা স্টেশনের একটি টিম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়।