বাংলাদেশ || ১৩ ডিসেম্বর ২০২৫

সৌদি আরবে অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট

সৌদি আরবে অ্যাওয়ার্ড পেলেন আলিয়া ভাট

কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ১২ ডিসেম্বর ২০২৫

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেয়েছেন। ‘সিনেমার প্রতি ভালোবাসা’—এই স্লোগান নিয়ে গত ৪ ডিসেম্বর জেদ্দায় বসে এ ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের নানা দেশের ১১১ সিনেমা এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। আলিয়ার সঙ্গে একই মঞ্চে আরও সম্মাননা পান তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি।ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পাওয়ায় অভিনেত্রী আবারও প্রমাণ করলেন, তিনি এখনো স্বর্ণসম মুহূর্তে আছেন। পুরস্কার হাতে নিয়ে হাস্যোজ্জ্বল আলিয়া ভাট বলেন, ‘গোল্ডেন গ্লোবস হরাইজন' বিশ্বব্যাপী পুরস্কারজগতের আইকনিক অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সামনে আরও শক্তিশালী নারীর গল্প বলতে চাই বলে জানান তিনি।রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আলিয়া ভাটের উপস্থিতি ছিল নজরকাড়া—সৌন্দর্য, গ্ল্যামার আর আত্মবিশ্বাসে ভরপুর একটি সুন্দর গাউনে অভিনেত্রী পুরো ভেন্যু মাতিয়ে রাখেন।ফেস্টিভ্যালটি আলিয়া ভাটের ক্যারিয়ার উদযাপনে একটি বিশেষ প্রদর্শনীও আয়োজন করে। সেখানে তুলে ধরা হয় তার অভিনয় যাত্রা শুরু থেকে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো চলচ্চিত্রে তার শক্তিশালী পারফরম্যান্স।