ছবিঃ প্রতিদিনের কণ্ঠ।
ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম মডেলিং জগতেও যথেষ্ট সক্রিয়। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন তিনি। এবারও সেই ধারাবাহিকতায় ব্যতিক্রম ঘটেনি। জন্মদিন উদযাপনের কিছুক্ষণ পরেই সামাজিক মাধ্যমে নতুন ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন মিম। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিনি একাধিক ছবি শেয়ার করেন, যা ভক্তদের মধ্যে মুগ্ধতার ঝড় তোলে।ছবিগুলোতে মিমকে দেখা গেছে ক্লাসিক এবং আভিজাত্যের এক অনন্য সংমিশ্রণে। পরনে ছিল গাঢ় খয়েরি বা মেরুন রঙের স্লিভলেস, ফ্লোর-লম্বা পোশাক, যা তার সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। কোমরে থাকা সরু কালো বেল্ট তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে। খোলা চুলে ভিনটেজ ঢেউ এবং ‘ওল্ড হলিউড’ স্টাইলের ছোঁয়া তার লুকে বিশেষ গ্ল্যামার যোগ করেছে। কখনো চোখে রোদচশমা, আবার কখনো মাথার উপরে রাখায় ভিন্ন ভিন্ন পোজে ধরা দিয়েছেন তিনি। মৃদু হাসি ও আত্মবিশ্বাসী ভঙ্গিমায় মিম যেন কোনো প্রাসাদের সামনে দাঁড়ানো এক রাজকুমারী। মিমের এই ‘মেরুন কুইন’ লুক প্রকাশ হতেই ভক্তরা প্রশংসায় মুগ্ধ হয়েছেন। কমেন্ট বক্সে ভক্তরা তাকে প্রশংসায় ভাসিয়েছেন।









