বাংলাদেশ || ২৮ জানুয়ারি ২০২৬

যশোর রেলস্টেশনের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার

যশোর রেলস্টেশনের পাশ থেকে দুইটি ককটেল উদ্ধার

প্রতিদিনের কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ২৫ জানুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক

যশোর রেলস্টেশন এলাকার পাশে নিঝুম হোটেলের সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে দুইটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিঝুম হোটেলের কর্মী ছাগল বাঁধতে গেলে সেখানে রাখা বস্তুগুলো দেখে তার সন্দেহ হয়। পরে বিষয়টি তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান।হোটেল ম্যানেজার ওয়াসিম মন্ডল জানান, ককটেল দুইটি দেখা মাত্রই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত একটি কলাবাগান এলাকা থেকে সাদা কসটেপ দিয়ে মোড়ানো দুইটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে।এ বিষয়ে চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন অর রশিদ (পিপিএম) জানান, উদ্ধারকৃত বস্তু দুটি ককটেলের মতো দেখতে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।