বাংলাদেশ || ২৮ জানুয়ারি ২০২৬

দেবহাটায় ৭৫ পিচ ইয়াবাসহ যুবক আটক

দেবহাটায় ৭৫ পিচ ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ২০:৫৩, ২০ জানুয়ারি ২০২৬

তরিকুল ইসলাম,দেবহাটা

সাতক্ষীরার দেবহাটা থেকে ৭৫ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার ১৯ জানুয়ারি রাত আটটার দিকে দেবহাটার বহেরা গ্রামের দারুল উমুল আমিল মাদ্রাসার সামনে এ'আটকের ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম মোঃ ঈমন আলী (২৭)। সে পার্শ্ববর্তী পুস্পকাটি গ্রামের মোঃ ওমর আলী'র ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা বলেন, আমার তত্বাবধায়নে ও নেতৃত্বে ইন্সপেক্টর মোঃ জামিল কবীর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিক্রির সময় ওই যুবককে ৭৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।