কেশবপুর (যশোর) প্রতিনিধি
পোল্ট্রি মুরগির বিষ্ঠা মাছের খাবার হিসেবে ঘেরে ব্যবহার করার ঘটনায় সোমবার দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের উক্ত ঘের মালিক মতিয়ার রহমানকে একাজ না করার জন্য প‚র্বে নিষেধ করা হয়েছিল। কিন্তু নিষেধ অমান্য করে সে এটি চলমান রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘেরের ম্যানেজার দেবাশীষ রায়কে মুরগির বিষ্ঠাসহ হাতেনাতে ধরা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী ঘের মালিককে ৫০ হাজার টাকা অর্থদÐ আরোপ করে তা আদায় করা হয়










