বাংলাদেশ || ২৮ জানুয়ারি ২০২৬

কালিগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

কালিগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ২০ জানুয়ারি ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে র্দুর্ধষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোররাতে উপজেলার কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তলের ম্যাগাজিন, বিস্ফোরক ও হাত বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-কৃষ্ণনগর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মাহবুবুর মোড়ল এবং একই এলাকার মৃত আলী বকস গাজীর ছেলে শহিদুল গাজী। কালিগঞ্জ সেনা ক্যাম্প স‚ত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাত পর্যন্ত কৃষ্ণনগর ও হোসেনপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল। প্রথমে হোসেনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত ইয়ার আলীর এক শীর্ষ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কৃষ্ণনগর গ্রাম থেকে অপর সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের তল্লাশি করে ম্যাগাজিন ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। সেনা ক্যাম্প আরও জানায়, কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় ইয়ার আলী ও বাহার আলী নামের দুই ডাকাত দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে সাধারণ মানুষকে জিম্মি করে আসছিল। আগ্নেয়াস্ত্র ও হাত বোমার ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে তাঁরা বড় অঙ্কের চাঁদা আদায় করত। গ্রেপ্তারকৃতরা ম‚লত এই ডাকাত চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তার হওয়া দুই সহযোগীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ম‚ল হোতা ইয়ার আলী ও বাহার আলীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী