1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

নারী বিশ্বকাপ দলে নেতৃত্ব দেবে যশোরের সুলতানা

  • প্রকাশের সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ বার সংবাদটি পাঠিত

নিজস্ব প্রতিবেদক

নারী টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এক ভিডিও বার্তায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে রয়েছেন যশোরের মেয়ে সুলতানা খাতুন।১০টি দেশের ১০ প্রবাসী বাংলাদেশি অনলাইনে ১৫ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। দুই মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওতে ছিলেন বাংলাদেশের পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিগারদের শুভকামনা জানান শান্ত।বাংলাদেশ নারী ক্রিকেটে ধারাবাহিক পারফরমার হিসেবে অধিনায়কত্ব পেয়েছেন জোতি। তার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রিতু মনি, ফাহিমা খাতুন ও পেসার জাহানারা আলম। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পেস বোলিংকে নেতৃত্ব দেওয়ার দারুণ অভিজ্ঞতা আছে জাহানারা আলমের। আরব আমিরাতের স্লো কন্ডিশনে স্পিন আক্রমণে দারুণ পারফরম্যান্স আশা করা হচ্ছে নাহিদা আকতারের কাছে।তরুণদের মধ্যে দলে আছেন স্বর্ণা আক্তার, মারুফা আক্তার ও রাবেয়া আক্তার। ব্যাটিং লাইন আপে আছেন সুভানা মোস্তারি, মুরশিদা খাতুন। অলরাউন্ডার হিসেবে খেলবেন তাজ নেহার, সুলতানা খাতুন এবং দিশা বিশ্বাস।ঘোষিত বাংলাদেশের স্কোয়াড: নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, ঝর্ণা আক্তার, রিতু মনি, সুভানা মোস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানী, দিশা বিশ্বাস।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION