1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

নড়াইলে কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ দিবস পালন

  • প্রকাশের সময় শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬ বার সংবাদটি পাঠিত

নড়াইল(সদর)প্রতিনিধি

নড়াইলে কাজী নজরুল ইসলামের মহাপ্রয়াণ দিবস পালন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মহাপ্রয়াণ দিবস স্মরণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করেছে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ। অনুষ্ঠান উদযাপন পর্ষদের আহবায়ক কল্যাণ মুখার্জি এবং সদস্য সচীব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং অগ্নিবীণা নড়াইল জেলার সভাপতি মাহাবুবার রহমান মিঠুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অগ্নিবীণা নড়াইল সংসদের সাধারন সম্পাদক মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান বিশিষ্ট নজরুল গবেষক এইচ এম সিরাজ, দিন ব্যাপী এ সকল আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব এড ইকবাল হোসেন শিকদার ও এড আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানে পৃথক তিনটি গ্রুপে অর্ধশতাধিক শিশুশিল্পীর অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, মাধ্যমিক শ্রেনীর শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতা, দেশের বিশিষ্ট নজরুল গবেষক এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান এবং বাঁশরী পরিবেশন করে কবি নজরুলের রাজবন্দীর জবানবন্দি ডকুফিল্ম। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী কবি সৈয়দ আলী আশরাফ কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহনকারীদের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION