স্টাফ রিপোর্টার
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) এর ২৪১ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে যশোর শহরের পোস্টঅফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, মেজর পরিতোষ রায় (অব.) কর্নেল মেহের মহব্বত হোসেন (অব.), বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কবি ভদ্রাবতী বিশ^াস। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু। বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন, অধ্যাপক সুরাইয়া শরীফ, মামুন আজাদ, নূরজাহান আরা নীতি, আহমেদ মাহাবুব ফারুক, রবিউল হাসনাত সজল, অরুণ বর্মন, অ্যাড. মাহমুদা খানম, আতিয়ার রহমান, এএফএম মোমিন যশোরী, শরীফ উদ্দীন, রেজাউল করিম রোমেল, এমএম মনিরুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আমিরুল ইসলাম রন্টুকে আহবায়ক, আব্দুল খালেক ও শহিদ জয়কে সদস্য করে ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪ পরিচালনা কমিটি গঠন করা হয়।