1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বর্তমানে যা চলছে, আমরা এটা আশা করিনি’-সমন্বয়ক

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০১ বার সংবাদটি পাঠিত

মনিরামপুর(যশোর)প্রতিনিধি

এ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কোনো রাজনৈতিক লেজুড়বৃত্তি করে না। শেখ হাসিনার সরকারকে হঠাতে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক ভাই শহিদ হয়েছে। তাদের রুহের শান্তি কামনা করছি। বর্তমানে যা চলছে, আমরা এটা আশা করিনি বলে মন্তব্য করেছেন যশোর মনিরামপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

বুধবার (৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় মনিরামপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন সমন্বয়করা এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তারা বলেন, মনিরামপুরে লুটপাট, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। যা পত্রিকার পাতায় আমরা পাচ্ছি না। আমরা আশা করব আপনারা সত্যটাকে তুলে ধরবেন। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে স্বাধীন একটি সরকার প্রত্যাশা করছি।সমন্বয়করা বলেন, আগে কখন কার সঙ্গে শত্রুতা রয়েছে এ মুহূর্তে এক শ্রেণির যুবকরা সেটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রতিশোধ নিচ্ছে। যার দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর চাপানোর চেষ্টা চলছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সমন্বয়করা জানান, কোথাও কোনো ঘটনা ঘটতে থাকলে আমাদের জানাবেন। প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সেটা মোকাবিলা করব। এরইমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। হিন্দু সম্প্রদায়ে ওপর কোনো নির্যাতন, লুটপাট, মন্দির ক্ষতিগ্রস্ত হোক এটা কাম্য নয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- মাকসিদুল আলম রোহান, মনিরুজ্জামান, তাসনিম হাসান বর্ষা, ফয়সাল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়কারী হাসাইন ইকবাল সানি, তাজুওয়ার তাহমিদ, ফাহিম, আফরিন সুলতানা আনিকা।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION