1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

৪ ভারতীয় নাগরিকের ৯ বছর পর ঘরে ফেরা

  • প্রকাশের সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩১ বার সংবাদটি পাঠিত

নিজস্ব প্রতিবেদক

অবৈধ অনুপ্রবেশকারি ৪ ভারতীয়কে স্বদেশ প্রত্যাবাসন আইনে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। ভারতের দিঘা সমুদ্র পথসহ ছাড়াও কয়েকটি সীমান্ত পথে এরা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছিল। অনু প্রবেশকারিদের মধ্যে ৩ জন মৎসজিবী ও এক জন সাধারন ভারতীয় নাগরীক রয়েছে। শনিবার দুপুর ২ টায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে যশোর কেন্দ্রিয় কারাগার পুলিশ তাদের ভারতের পেট্রাপোল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় সেখানে বিজিবি,পুলিশ ও সীমান্তরক্ষি বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত যাওয়া ভারতীয় নাগরীকরা হলেন, বিহারের বিষনোপদ দিলদার,সুধির বাবু,মেদিনিপুরের শেখ জাহাঙ্গীর ও হুগলির ভানু চরন জানা। এদের মধ্যে বিষনোপদ দিলদার, সুধির বাবু ও শেখ জাহাঙ্গীর ৩ বছর এবং ভানু চরন ৯ বছর কারাভোগ করেন। এদিকে দির্ঘদিন পর স্বজনদের কাছে ফিরতে পারায় খুশি এসব ভারতীয়রা। আইনী জটিলতায় তাদের দীর্ঘ কয়েক বছর ধরে স্বজনদের ছেড়ে জেল দিন পার করতে হয়েছে। ফেরত যাওয়া ভারতীয় নাগরীকেরা জানান, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তারা আটক হয়। এখন বাড়িতে ফিরছে ভাল লাগছে।যশোর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হক আল মামুন জানান,৪ ভারতীয়কে স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতে ফেরত পাঠানো হয়েছে। তারা অবৈধ ভাবে বাংলাদেশে ঢুকে পড়েছিল।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION