1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

নড়াইল-যশোর সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

  • প্রকাশের সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৪৪ বার সংবাদটি পাঠিত

নড়াইল(সদর)প্রতিনিধি

নড়াইল-যশোর মহাসড়কে দক্ষিন শ্রীরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে দুর্ঘটনায় ট্রাক চাপায় সিদ্দিক (৫৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই এবং বয়স্ক এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সিদ্দিক বাঘারপাড া উপজেলার দক্ষিন শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে। এদিকে একই সড়কে একই দিন বেলা ১০ টার দিকে দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একই সড কের করিমপুরে আনুমানিক ৫০ বছর বয়সের অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হন। দুর্ঘটনার পর বাঘারপাড া ফায়ার সার্ভিস ও নড াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।স্থানীয়রা জানান, এদিন সকাল সাডে আটটার দিকে নড়াইল থেকে ছেডে আসা যশোরগামী বেপরোয়া গতির একটি ট্রাক বাঘারপাড়া উপজেলার যশোর- নড়াইল মহাসড়কের দক্ষিন শ্রীরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান সাঈদ সরদারের বাড়ির সামনে এসে রাস্তার পাশে ছিটকে পডে । এসময় কয়েকজন মৎস্য শিকারিকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন সিদ্দিক শেখ। এ ঘটনায় আহত হয়েছেন দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে সুফিয়ান (২০),আক্কাচ মোল্যার ছেলে সাহিদুল (১৮), বারিক মোল্লার ছেলে আব্দুল মজিদ (৪৮), জালাল মোল্লার ছেলে কবির (৩৫)। আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়। হতাহতরা মাছ ধরার উদ্দেশ্য পাশের পাকের আলী গ্রামে মাছ শিকার করতে যাচ্ছিলেন। বাড়ির সামনে মহাসড়কে উঠতেই দুর্ঘটনাটি ঘটে। এছাড়াও যশোর-নড াইল সড কের করিমপুর ঈদগাহ’র সামনে মাছ ও মুরগির পিকআপ গাডি র মুখোমুখি সংঘর্ষে আনুমানিক ৪৭ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত অজ্ঞাত ব্যক্তি মুরগির পিকাপ থেকে ছিটকে পডে ন। এই ঘটনায় আহত হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলার মুসলিম আলীর ছেলে রায়হান হোসেন (২৫), জামালপুর জেলার সদর উপজেলার নুরশিয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে রমজান আলী (৩০) ও শেরপুর জেলার নালিতাবাড ী উপজেলার গোল্লারবাসা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে শেখ ফরিদ (৪০)। আহতদের ২৫০ বিশিষ্ট যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয়রা জানান। এবিষয়ে বাঘারপাড া ফায়ার স্টেশনের কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, দূর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। দক্ষিণ শ্রীরামপুরে দুর্ঘটনা কবলিত ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION