1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সংখ্যা লঘু মুক্তিযুদ্ধা পরিবারের নির্মাণাধীন ঘর ভাঙ্গচুর ও হত্যার হুমকি

  • প্রকাশের সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৪৪ বার সংবাদটি পাঠিত

কলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের মাদরা গ্রামের এক মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু পরিবারের নির্মাণাধীন ঘর ভাঙচুরের ঘটনা ও হত্যার হুমকি অভিযোগ উঠেছে।মুক্তিযুদ্ধা সন্তান সুশান্ত রায় মাদরা গ্রামের মৃত আবু বক্কার সরদারের ছেলে মোঃরেজাউল ইসলাম(৪০),মৃত আজানের ছেলে মোঃ মাসুদ (৩২),রেজাউল ইসলামের ছেলে,রাসেল হোসেন(২৮)ফয়সাল হোসেন (১৮),মোছাঃ পারভীন খাতুন,বেগম (৫২),আজহা (২৫),মোঃহাক্কা (১৯),মোঃ ছোট (১৮),রেজাউলের স্ত্রী(৩৮) মোছাঃসাবানা খাতুন এর বিরুদ্ধে অভিযোগ করে থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানাযায় হিন্দু ধর্মের বীর মুক্তিযোদ্ধা মৃত সুনিল কুমার রায় এর সন্তান সুশান্ত রায় তার বাড়ির পাশে একটি জমি ক্রয় করেন শহিদুল ইসলাম নামে এক মুসলিম পরিবারের কাছ থেকে। শহিদুল ইসলাম এর সাথে অভিযুক্তদের কোন রক্তের সম্পর্ক নেই। তার পরেও পৈতৃক জমি বলে দাবি করে প্রায় হুমকি ধামকি দিয়ে আসে রেজাউল। সবশেষ ৬ ই জুলাই তার দুপুরে সুশান্ত রায় এর নির্মাণাধীন ঘরে ঢুকে নির্মান কজে বাঁধা দেয়।তারপরও কাজ করতে থাকলে হুমকি দিয় দেশে কোন মুক্তিযুদ্ধা পরিবার রাখা হবে না। থানার পুলিশ আসার আগে৩-৪ টা লাশ পরে যাবে হুমকি দিয়ে সে সময় ভিডিও করতে গেলে সুশান্ত রায় এর এক ছেলেকে দেশি অস্ত্র দিয়ে তারা করে। ৭ ই জুলাই রাত ১ টার দিয়ে রেজাউল ইসলাম ও অভিযুক্তা আমার ঘরটি ভাঙ্গচুর করেছে।সুশান্ত পরিবার সাংবাদিকদের জানান,আমরা জীবনের হুমকির মধ্যে আছি।যে কেন সময় রেজাউল ও তার পালিত বাহিনী আমাদের হত্যা করবে।তারা বলে দিয়েছে যে কোন হিন্দু পরিবার রাখবে না।সুশান্ত রায়ের বোন বলেন রেজাউল বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে জমি না ছেড়ে দিলে আমার ভাইকে হত্যা করে ভারতে চলে যাবে। আমরা সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও থানা পুলিশ সহযোগিতা চাই।এ সময় তারা প্রশাসনের কাছে স্বাধীন বাংলাদেশে বসবাসের আকুতি জানায়।এবিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে গেলে যোগাযোগ করা সম্ভব হয়নি।এবিষয়ে কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন,এবিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

দেলোয়ার হোসেন,কলারোয়া

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION