কণ্ঠ ডেস্ক
ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে টানা ৮ দিন পর দেশের তৃতীয় বৃহত্তম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।গত শনিবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।মাকসুদ খান জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে গত সপ্তাহের ১৪ জুন থেকে ২১ জুন পর্যন্ত এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আট দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিয়া হোসাইন জানান, ঈদুল আজহা উপলক্ষ্যে টানা আট দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার এনামুল হক বলেন, আট দিন স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ শনিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।