1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

যশোরে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩০ বার সংবাদটি পাঠিত
তরিকুল ইসলাম
যশোরে যথাযোগ্য মর্যাদায় বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দলের প্রতিষ্ঠাতার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের গৃহীত পাঁচ দিন কর্মসূচির গতকাল বৃহস্পতিবার ছিল প্রথম দিন।  এ দিন পালিত কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, খাদ্য সামগ্রী প্রদান, কালো পতাকা, উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বৃক্ষ রোপন, গণভোজ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সকালে জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারন করেন। পরে জেলা ওলামা দলের আয়োজনে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় শহীদ জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি  বলেন, শহীদ জিয়াউর রহমানের বাঙালি জাতির আদর্শ এবং চেতনায় ভাস্বর এক মহামানব। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন শহীদ জিয়াউর রহামনের স্মৃতি জড়িয়ে থাকবে। যতদিন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী জনতা শহীদ জিয়াউর রহমানের জীবন থেকে সাহস এবং উদ্দীপনা খুঁজে নেবে।
পরে তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্র প্রদান করেন। এর আগে তিনি শহরের ঘোপ মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, বেলতলা, নওয়াপাড়া রোড, নিকুঞ্জির মোড় এলাকায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এছাড়াও অনিন্দ্য ইসলাম অমিত শহরের পৌর উদ্যানের গেটে ৫ নম্বর ওয়ার্ড যুবদল,ছাত্রদলের কারবালা মোড়ে আরবপুর ইউনিয়ন বিএনপি,  নতুন খয়ের তলা মোড়ে ৫ নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল, ছাত্রদল, পালবাড়ি ভাস্কর্য মোড়ে ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, পালবাড়ির ট্রাফিক মোড়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপি, পুরাতন কসবারায় পাড়ায় ৪ ওয়ার্ড বিএনপি, যুবদল ছাত্রদল, মুজিব সড়কের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, ওয়াই ডব্লিউ সি’র মাঠে ৫ নম্বর ওয়ার্ড যুবদল, রেলগেট পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ৬ নম্বর ওয়ার্ড যুবদল, রেলগেট তেতুল তলা এলাকায় ৫ নম্বর ওয়ার্ড বিএনপি, রেল বাজার এলাকায় ৬ নম্বর ওয়ার্ড যুবদল, পূর্ব বারান্দী মোল্লাপাড়া এলাকায় ১ নম্বর ওয়ার্ড বিএনপি, আর এন রোড নতুন বাজার ২ নম্বর ওয়ার্ড বিএনপি, আর এন রোড বিএনপি যুবদল,  ছাত্রদল, নাজির শংকুরপুর এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি, উপশহর ট্রাক স্ট্যান্ড এলাকায় সদর উপজেলা ট্রাক শ্রমিক দল, কিসমত নওয়াপাড়া এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া দিন অনিন্দ্য ইসলামত অমিত যশোর মাগুরা-মহাসড়কের পাশে কিসমত নওয়াপাড়া এলাকায় বৃক্ষরোপণ করেন।
দিন ব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেহম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. মো ইসহক, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান,  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ,  সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION