1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কোটচাঁদপুরে ইউএনও বরাবর কৃষকরা স্মারক লিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি পালন.

  • প্রকাশের সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৮ বার সংবাদটি পাঠিত

 

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া.

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারক লিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। (১৯শে-মে) দুপুর বেলা গরসূতি বিএডিসির গভীর নলকূপের ম্যানেজার সানোয়ার হোসেনের অপসারণের দাবিতে স্মারক লিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি পালন করেন গরসূতি গ্রামের সাধারণ কৃষকেরা।সাধারণ কৃষকরা মানববন্ধনে অভিযোগ করে বলেন।, আউশ,আমন,বোরো সহ খরা মৌসুমে বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয় এই গভীর নলকূপের আওতায়। উক্ত গভীর নলকূপের পরিচালনা কমিটির ম্যানেজার হিসেবে নিয়োগ পান একই গ্রামের সানোয়ার পিতা আব্দুল খালেক। সানোয়ার নিয়োগ পাওয়ার পর কৃষকদের চাষের জমিতে সেচ দেওয়ায় অনিয়ম, অধীক মূল্য আদায়,কৃষকদের থেকে আদায়কৃত অর্থ দূর্নীতি করে আত্মসাৎ সহ নানা ধরনের অনিয়ম করে যাচ্ছেন।এতে কৃষকরা সময় মত সেচ সুবিধা না পেয়ে ফসলের হচ্ছে ক্ষতি। কৃষক পড়ছে ক্ষতির মধ্যে। ফসল নষ্ট হওয়ার কারনে এই এলাকায় সৃষ্টি হচ্ছে দারিদ্র্যতা। এরই প্রতিবাদে ফুসেউঠে এলাকায় বসবাসরত কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকার ভুক্তভোগী কৃষকরা স্মারক লিপি প্রদান সহ মানববন্ধন কর্মসূচি পালন করেন।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে’র নিকট জানতে চাইলে তিনি জানান,অফিসের বাহিরে আছি অফিসে গিয়ে অভিযোগ হাতে পেলে ব্যবস্হা নেওয়া হবে। যার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সেই সানোয়ার হোসেন জানান ঘটনাটি সঠিক না।আমি কোন দূর্নীতি করিনি আমি ম্যানেজার হওয়ার পর গভীর নলকূপের শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছি। কিছু অসাধু ব্যাক্তিবর্গ আমার সুনাম ক্ষূর্ন্য করতে এই অপপ্রচার চালাচ্ছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION