নিজস্ব প্রতিবেদক,বাবলু মিয়া
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪ এর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।(১৮ই মে)শনিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার শিক্ষকরা তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যদিয়ে ভোট গ্রহণ কার্যক্রম চলতে থাকে।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন ২০২৪ উপলক্ষে গত ২৬-২৭ তারিখে তফসিল ঘোষণার পর মনোনয়ন পত্র আহবান ও বিক্রি হয়েছিল সরকারি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে।১ লা মে বুধবার মনোনয়ন ফরম জমাদানের কার্যক্রম শেষ হয়েছিল। মোট ৫ টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল। তার মধ্যে ৩টি সভাপতি ২টি সাধারণ সম্পাদক পদের। সভাপতি পদে ৩ জনের মধ্যে ১ মনোনয়ন উঠিয়ে নেওয়ায় ভোট গ্রহণ হয় সভাপতি পদে ২ জন সাধারণ সম্পাদক পদে ২ জনের।
মনোনয়ন বাঁছায় হয় ৩ই মে প্রত্যাহার ৪ই মে, চুড়ান্ত ঘোষণা ৫ই মে ২০২৪, প্রিজাইডিং কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৪৩৩ জন,এরমধ্যে ভোট পোল হয়েছে ৪০৬টি।সভাপতি পদে বৈধ ভোট ৪০১ টি।বাজে বামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন জোয়ার্দার ২৪৩ ভোট পেয়ে ৮৫ ভোটের ব্যবধানে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মোঃ বাবুল আক্তার টোকন পেয়েছেন ১৫৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বৈধ ভোটের সংখ্যা ৪০৪ টি সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান ২০৯টি ভোট পেয়ে ১৪ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী মানিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোন্দকার হাসানুজ্জামান ১৯৫ ভোট পেয়েছেন।ভোট গ্রহণ হয় বাজেবামনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ ইয়ারুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি।