ইং-০১/০৪/২০২০ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এর সার্বিক তত্ত্ববধানে অফিসার ইনচার্জ জনাব, মারুফ আহম্মদ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সোলায়মান আক্কাস সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অত্র মামলার ঘটনাস্থল যশোর কোতয়ালী মডেল থানাধীন বিরামপুর কালিতলা পাড়াস্থ ধৃত আসামী শ্রী-দুলাল চন্দ্র অধিকারী এর বসতবাড়ীর উঠান হইতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ আসামী ১। শ্রী-দুলাল চন্দ্র অধিকারী(৫৩), পিতা-মৃত. কেদার চন্দ্র অধিকারী, ২। শ্রী-পরিমল চন্দ্র মন্ডল(২৮), পিতা-মৃত. রাম চন্দ্র মন্ডল, উভয় সাং-বিরামপুর কালিতলা পাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর দ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা ঃ
(১) শ্রী-দুলাল চন্দ্র অধিকারী(৫৩), পিতা-মৃত. কেদার চন্দ্র অধিকারী, ২। শ্রী-পরিমল চন্দ্র মন্ডল(২৮), পিতা-মৃত. রাম চন্দ্র মন্ডল, উভয় সাং-বিরামপুর কালিতলা পাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
(১) ৫০০ (পাঁচশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ।
দায়েরকৃত মামলাঃ
সূত্র ঃ কোতয়ালী মডেল থানার মামলা নং-০৩, তাং-০১/০৪/২০২০ ইং ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৯(ক)।