যশোরে হত্যার হুমকির অভিযোগ
ডেস্ক রিপোর্টার
নির্বাচনী প্রচারণায় বাধা ও লাশ ফেলে দেওয়ার হুমকির অভিযোগে যশোরে রাজু আহমেদ নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। ভুক্তভোগী দুই ব্যক্তি মঙ্গলবার রাতে যশোর কোতোয়ালি থানায় পৃথক এ অভিযোগ করেন। অভিযুক্তকে আটকে অভিযানে চলছে বলে জানিয়েছে পুলিশ।
নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আলম তার অভিযোগে উল্লেখ করেছেন, আগামী ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নির্বাচনী প্রচারের কাজে চাউলিয়া দাসপাড়া মোড়ে গেলে ইউপি চেয়ারম্যান রাজু আহমেদের সাথে দেখা হয়। সেই সময় তাকে ডেক বলে ‘তুই এখনও বেঁচে আছিস, যে কোন মুহুর্তে তোকে মেরে ফেলা হবে। মূলত চেয়ারম্যানের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ না করায় তিনি প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আব্দুল আলীম নামে অপর ভুক্তভোগী তার অভিযোগে উল্লেখ করেছেন, তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ারের পক্ষে কাজ করছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনিসহ কয়েকজন রূপদিয়া বাজারে প্রচারণা করছিলেন। এসময় ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ ৪/৫জন সহযোগীসহ এসে তাদের প্রচারণায় বাধা দেন। এসময় তিনি বলেন, ফাতেমা আনোয়ারের হয়ে কাজ করলে ভোটের আগেই খুন করে গুম করা হবে এবং নির্বাচনের স্বাদ মিটিয়ে দেয়া হবে।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান রাজু আহমেদকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, রাজু চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি অভিযোগ এসেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এখন (বুধবার রাত সাড়ে ১০টা) আমি ফোর্সসহ নরেন্দ্রপুর ইউনিয়নে অবস্থান করছি।