দেবহাটা প্রতিনিধি : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১০ ডিসেম্বর (বৃহষ্পতিবার) অনুষ্ঠিত হয়ে গেল দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচন। উক্ত উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি (মুজিবর রহমান) পেয়েছেন ২৫ হাজার ৪ শত ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সদস্য আলহাজ¦ রফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১২ হাজার ৯ শত ৯৩ ভোট। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ অজিয়ার রহমান আম প্রতিক নিয়ে ৪ শত ৬ টি ভোট পেয়েছেন। সেই হিসেবে মোট কাউন্ট হয়েছে ৩৮ দশমিক ৪৬ শতাংশ। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। বৃহষ্পতিবার ভোটকে কেন্দ্র করে পুলিশ, র্যাব ও বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টিম তদারকি করেন। উপজেলার মোট ৪০টি কেন্দ্রের মধ্যে সখিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারনে রির্টার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির ঐ কেন্দ্রের ভোট স্থগিত ঘোষনা করেন। এছাড়া ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পারুলিয়া জেলিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ কিছু কিছু কেন্দ্রে ভোটারদের বাধা ও পোলিং এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের দেয়ার ঘটনা ঘটে বলে সরেজমিনে জানা যায়। নির্বাচনে ৩জন প্রার্থীর মধ্যে ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। তিনি নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করেন। অপর দিকে আনারস প্রতিক নিয়ে জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির সদস্য আলহাজ¦ রফিকুল ইসলাম এবং ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ অজিয়ার রহমান আম প্রতিক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দেবহাটা উপজেলার সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী উপজেলার ৫টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লক্ষ ১২ হাজার ৪ শত ১২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ১ শত ৫ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৩ শত ৭ জন। সকল প্রার্থীরা সভা সমাবেশ, মোটর সাইকেল র্যালী, মাইকিং ও লিফলেট বিতরনসহ বিভিন্ন প্রচার প্রচারনা করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন। উক্ত নির্বাচনে স্থগিত হওয়া সখিপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার আছে ২২ শত ৬৪ জন। সেই হিসেবে মুজিবর রহমান নির্বাচিত হয়ে গেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম আলহাজ্ব মুজিবর রহমানকে বেসরকারীভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০১৯ তারিখে উপজেলা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। কিন্তু গত ৬ আগস্ট ২০২০ তারিখে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি মহামারী করোনা উপসর্গ নিয়ে মারা গেলে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়।