মণিরামপুর প্রেসকাবে দোয়া অনুষ্ঠান
মণিরামপুর প্রেসকাবের সদস্য ডাঃ শফিদুর রহমানের ভাই মরহুম বাবর আলী, মোস্তাফিজুর রহমানের মাতা মনোয়ারা বেগম ও আলিমুন হোসেনের পিতা নিছার আলীর আত্মার মাগফিরত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে, করোনায় আক্রান্ত দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক আসলাম হোসেন এবং দৈনিক শিক্ষা অনলাইন-এর সিদ্দিকুর রহমান খানের রোগ মুক্তির জন্যও দোয়া করা হয়।
গতকাল বুধবার বিকেলে মণিরামপুর প্রেসকাবের উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রেসকাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন ও সম্পাদক মোতাহার হোসেন এবং নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আযম।
মণিরামপুরে বেগম রোকেয়া দিবস পালন
যশোরের মণিরামপুরে বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৪ জন নারীর হাতে জয়িতার পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকুনুজ্জামানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান মাস্টার মশিয়ুর রহমান, মণিরামপুর প্রেসকাবের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রয়েল, নির্বচিত জয়িতা পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, দেবী রাণী বিশ্বাস, লিলিমা রাণী পাল ও রিক্তা খাতুন।