1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

সাতক্ষীরা জেলা সংবাদ (০৯/১২/২০) বুধবার

  • প্রকাশের সময় বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৩ বার সংবাদটি পাঠিত

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু-সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিব

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুকে পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী। সাতক্ষীরা পৌরসভার সাবেক ৩ বারের নির্বাচিত কমিশনার শেখ আব্দুর রাজ্জাকের পুত্র জাহাঙ্গীর হোসেন কালু পিতার আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। যুবক বয়স থেকেই তিনি জনসেবায় নিয়োজিত রয়েছেন। এমনকি, সাতক্ষীরা পৌরসভা থেকে প্রাপ্ত নিজ ভাতার টাকাও তিনি অত্র এলাকার দরিদ্র অসুস্থ মানুষের ঔষধ ক্রয়ে খরচ করে থাকেন।
দীর্ঘ ২২ বছর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং টানা ৬ বছর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে বর্তমানে দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন জাহাঙ্গীর হোসেন কালু। সুমিষ্টভাষী এই কাউন্সিলরকে আগামী পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পেতে চায় সব শ্রেণি পেশার মানুষ। জাহাঙ্গীর হোসেন কালু সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর হিসেবে প্রথমবার নির্বাচনে জামায়াতের প্রার্থী মোঃ আহম্মাদ আলীর কাছে ১৭৩ ভোটের ব্যবধানে পরাজিত হলেও তিনি তার পিতা শেখ আব্দুর রাজ্জাকের আদর্শকে ধারণ করে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মন জয় করে নিয়েছিলেন। তাই, পরবর্তী নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করেন পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের রইচপুর, খড়িবিলা, বাগবাটি গ্রাম, ইটাগাছা পূর্বপাড়া, ইটাগাছা পশ্চিমপাড়া, ঘোষপাড়া, বিলপাড়া, কলোনীপাড়াসহ দীর্ঘদিনের অবহেলিত এলাকায় রাস্তাঘাট নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণসহ উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু। অবেহেলিত অনেক গ্রামে নিজ অর্থায়নে বিদ্যুতের লাইন, টিউবওয়েল স্থাপন, প্রতিবন্ধীদের মাঝে হইল চেয়ার ও উন্নতমানের সেন্সরযুক্ত সাদাছড়ি বিতরণ এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা প্রদান, দরিদ্র পরিবারের মৃত ব্যক্তিদের কাপনের কাপড় ও কবরস্থানে দাফনের সহায়তাসহ প্রতিদ্বন্দ্বীদের পরিবারে চিকিৎসা সহায়তা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। এছাড়া ধারাবাহিকভাবে প্রতিবছর শীতের সময় অসহায় ১২শ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ, ঈদের সময় দুস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ এবং ডেঙ্গু মশার উপদ্রব কমাতে এলাকায় মশা নিধন স্প্রেসহ বর্তমানে করোনা প্রতিরোধে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক উঠান বৈঠক, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু বলেন, ‘আমি কাউন্সিলর থাকা অবস্থায় এই ওয়ার্ডে যে উন্নয়ন করেছি তার প্রতিদান হিসেবে জনগণ এখন আমার প।ে এই এলাকায় রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, টিউবওয়েল স্থাপন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা ও প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা বৃদ্ধি করেছি। বর্তমানে উন্নয়নমূলক অনেক কাজ চলমান রয়েছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়ার ল্যকে এগিয়ে নিয়ে আগামী দিনে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিতে চাই।’

 

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সমাবেশ

 সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রহিঙ্গা নেতা ফেসবুক বাবু খুলনার মুদি দোকানদার সোহেল আহম্মেদ মানিক এর কমিটি বাতিল করে রাজপথের পরীক্ষিত যোদ্ধা দিয়ে কমিটি গঠন ও প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের সঙ্গিতা মোড় এলাকায় এ প্রতিবাদ সমাবেশে জেলা স্বোচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিলন হোসেন শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্রো, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দীন আহমেদ, সহ সভাপতি আসাদুজ্জামান খোকা, জাকির হোসেন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হিমু, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন পাড়, সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক শেখ আজিজুর রহমান, আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহারিয়ার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দরগাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ ইয়াদ আলী প্রমুখ। বক্তারা বলেন, ‘বর্তমান স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে যাদের রাখা হয়েছে তারা কোন দিন রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন না। অধিকাংশ দলীয় নেতাকর্মীরা তাদের ঠিকমত চেনেন না। এ সময় তারা খুলনার মুদি দোকানী ও সাতীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহম্মেদ মানিকের পকেট কমিটি দ্রুত বাতিল করে রাজপথের পরীতি সৈনিক দিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রী নেতাদের প্রতি আহবান জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্র নেতা রাজিবুল ইসলাম রাজিব। এসময় আরো উপস্থিত ছিলেন প্রান্ত, মহসিন, সাদ্দাম, মধু, আসাদুল ইসলাম, শাহিদুল আলম বাবু, ইবাদুল, তারুন, শেখ মহিউদ্দীন, আরিফুল ইসলামসহ বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সাতক্ষীরা-ভোমরা সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২

 সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটিতে একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আমদানীকারক সহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ভোমরা গ্রামের কবিরুল ইসলাম(৪০) ও যশোরের নোয়াপাড়ার আমদানীকারক সাধন কুমার সেন(৩৯)। দুর্ঘটনার পরপরই ট্রাকটি আরেকটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে সেখানে আহত হয় ২ জন। তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, কবিরুল ইসলাম তার ভাড়ার মোটরসাইকেলে আমদানীকারক সাধন সেনকে নিয়ে বুধবার বিকাল ৩টার দিকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। ভোমরা স্থলবন্দর রেখে অল্পদূরে নবাতকাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই দুইজন নিহত হন। ওসি আরও বলেন, ভ্যানযাত্রী অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

দেবহাটায় হা-ডু -ডু – খেলার ফাইনালে জয়ী খেজুরবাড়িয়া ইয়াং জেনারেশন হা- ডু- ডু দল।

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আর বর্তমান প্ররজন্মের মাঝে আদিম যুগের খেলাকে ফিরিয়ে দক্ষিণ পারুলিয়া মোল্যাপাড়া যুব কমিটির আয়োজনে দক্ষিণ পারুলিয়া মাদ্রাসা দুই দিন ব্যাপী মাঠে ৮ দলীয় ডে নাইট হা- ডু- ডু খেলা অনুষ্ঠিত হয়, উক্ত লেখার আজ ৮ তারিখ বুধবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, উক্ত ফাইনাল খেলায় জয়ী হয়েছে খেজুরবাড়িয়া ইয়াং জেনারেশন হা- ডু- ডু দল। ও রানারআপ হয়েছে শেখ পাড়া হা- ডু -ডু দল। উক্ত খেলায় উদ্বোধনী ও ফাইলান লেখার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সবেক চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা পরিষদের উপ- নির্বাচনে নৌকার মাঝি আলহাজ্ব মজিবুর রহমান,ও দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সাইফুল ইসলাম দেবহাটা উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, পারুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার গাজী শহীদুল্লাহ ও বিশিষ্ট সমাজসেবক বাবু অসীম কুমার সহ আরো অনেকে। এই সমায় প্রাই বিলুপ্তির পথে জাতীয় এই খেলা কে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, নারী পুরুষ, শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধা বয়সের লোকেরা এই জাতীয় খেলা উপভোগ করে।

 

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION