কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি: কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে পেরিফেরিভুক্ত খাস জমি বা দোকানঘর বন্দোবস্ত প্রদান বিষয়ক ক্যাম্পিং উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বাজার এলাকায় ক্যাম্পিং শুরু হয়। কানুনগো ফরিদুর রহমানের সভাপতিত্বে ক্যাম্পিং এর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল আলম। এসময় তিনি বলেন, নাজিমগঞ্জ বাজারে পেরিফেরিভুক্ত জায়গায় দোকান একসনা বন্দোবস্ত গ্রহণের জন্য ইতোপূর্বে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সোমবার থেকে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে খাস জমি বা দোকানঘর বন্দোবস্ত প্রদান বিষয়ক ক্যাম্পিং শুরু করা হয়েছে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কয়েকদিন এই ক্যাম্প চলবে। এখান থেকে বন্দোবস্ত সম্পর্কিত যাবতীয় তথ্য, আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে ব্যবসায়ীরা। এসময় উপস্হিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাসির উদ্দীন, বসন্তপুর ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা দেবদাস ঘোষ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনসহ বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্হানীয় বিভিন্ন ব্যবসায়ীরা।