দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রধানমন্ত্রীর উপহার পাঁকা ঘরের চলমান কাজের পরিদর্শন করেন জেলা প্রশাসক মোস্তফা কামাল আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সারাদেশে জমি নেই ঘর নেই তাদেরকে সরকারি জমিতে সরকারি খরচে বাসযোগ্য গৃহ নির্মান করে দেয়া হচ্ছে। পাশাপাশি একই প্রকল্পের আওতায় যাদের গৃহ নির্মানের মতো জমি আছে অথচ দরিদ্র হওয়ায় তারা গৃহ নির্মান করতে পারছেননা তাদেরকেও সরকারি খরচে বাসগৃহ নির্মান করে দিচ্ছে সরককর। এমন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভুয়সী প্রসংশা করেন জেলা প্রসাশক মোস্তফা কামাল। মুজিব বর্ষে দেশের কোন মানুষ গৃহহীন থাকবেনা উল্লেখ করে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে আশ্রায়ন-২ প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা পারুলিয়া ইউনিয়নে উত্তর কোমরপুর গুচ্ছগ্রামে (১) সুফিয়া খাতুন, স্বামী – জাহাঙ্গীর কবির, (২) আম্বিয়া খাতুন, পিতা – আকিমদ্দীন বিশ্বাস, (৩) বেলোয়ারা খাতুন, স্বামী – আব্দুল মজিদ অসহায় গরিব ভূমিহীন তিনজনকে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে পাঁকা ঘর নির্মান এর কাজ চলছে। আজ ৬ তারিখ রবিবার বিকাল ৩.০০ ঘটিকায় পারুলিয়া ইউনিয়নে উত্তর কোমরপুর গুচ্ছগ্রামে আশ্রায়ন প্রকল্প-২ আওতায় নির্মিত ঘরের চলমান কাজ পরিদর্শ করেন জেলা প্রসাশক মোস্তফা কামাল। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাসার, ইউপি সদস্য আব্দুল আলিম প্রমুখ।