কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি: কালিগঞ্জে ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে রবিবার দুপুর ১২টায় গাইন বস্ত্রালয়ে পেরিফেরি জায়গায় দোকানঘর বন্দোবস্তের বিষয় নিয়ে এসিল্যান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মথুরেশপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম। তিনি বক্তব্যে বলেন, নাজিমগঞ্জ বাজারে বেশ কিছু পেরিফেরির অতি মূল্যবান সম্পত্তি রয়েছে। সরকারি হাট-বাজারের সম্পত্তি বন্দোবস্ত না নিয়ে দখল করে অবৈধ স্থাপনা বা পাঁকা দোকানঘর নির্মাণ করা হচ্ছে। এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বন্দোবস্ত ছাড়াই হাট-বাজারের পেরিফেরি সরকারি সম্পত্তিতে কেউ অবৈধভাবে দখলে রাখলে বা উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া অবৈধ স্থাপনা নির্মাণ ও নির্মাণের উদ্যোগ নেওয়া দণ্ডনীয় অপরাধ। এজন্য ব্যবসায়ীদের দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে বন্দোবস্ত পেতে আবেদন করতে পরামর্শ দেন তিনি। তাছাড়া ব্যবসায়ীদের সুবিধার্থে শীঘ্রই বাজার বন্দোবস্ত ক্যাম্প করার ঘোষনা দেন। এসময় তিনি আরো বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় সর্বক্ষেত্রে মাস্কের ব্যবহার নিশ্চিত করা হবে। যারা মাস্ক ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মতবিনিময় কালে উপস্হিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাসির উদ্দীন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবর রহমান, নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি শেখ ফিরোজ কবির কাজল, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বদ্রুর রহমান গাইন, আলহাজ্ব হাফিজুর রহমান গাইন, সাইদুর রহমান, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রভাষক আনিসুর রহমান, জহিরুল হুদা, রফিকুজ্জামান রুমি সহ অসংখ্য ব্যবসায়ী। এসময় বাজারের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।