কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি: কালিগঞ্জে শশুরের মৃত্যুর পর দিন আব্দুর রহিম (৫৬) নামের এক জামাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি……..রাজিউন)। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ছামছুর রহমান কারিকরের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। মৃতের ছেলে আমির হামজা জানান, তার বাবা ২১ নভেম্বর ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ্য থাকাকালীন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। এর মধ্যে সোমবার দুপুরে নানা তাহারুল্লাহ কারিকর বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর বাবা জানতে পেরে পুনরায় মারাত্মক অসুস্হ্য হয়ে মঙ্গলবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার বাদ যোহর বসন্তপুর ঢালীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে এলাকার দানবীর আবুল হোসেনের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। শশুর-জামাইয়ের মৃত্যুর খবরে পরিবারসহ পুরো এলাকায় চলছে শোকের মাতম।