1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কালিগঞ্জের প্রায় শত বছরের সরকারি রাস্তা জনস্বার্থে দখলমুক্ত

  • প্রকাশের সময় শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২১ বার সংবাদটি পাঠিত

কা‌লিগঞ্জ(সাতক্ষীরা)প্রতি‌নি‌ধি: কালিগঞ্জে প্রায় শত বছরের দখলকৃত সরকারি রাস্তা জনস্বার্থে দখলমুক্ত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ মোতাবেক ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর মৌজার জমি মাপ জরিপ শেষে সরকারি রাস্তা দখলমুক্ত করা হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কামদেবপুর মৌজার (জে.এল নং-৩৪, আর.এস দাগ নং-৬৮, ১৩৫, ৫২) প্রায় ১ কিঃ মিঃ সরকারি রাস্তা। দীর্ঘদিন যাবৎ রাস্তার পার্শ্ববর্তী এলাকার মানুষেরা জমির মধ্যে রাস্তাটি দখল করে আসছিল। তাই গত বছরের ২ নভেম্বর জনস্বার্থে রাস্তাটি দখলমুক্ত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত আবেদন করেন এলাকার নুর আলী গাজীর ছেলে বিসিএস নন ক্যাডার শফিকুল ইসলাম। তারই পরিপ্রেক্ষিতে ভাড়াশিমলা ইউনিয়ন ভূমি অফিসের উপর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নাসির উদ্দীন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শেখ ইউনুচ চিশতী, সার্ভেয়ার রাশেদুল আলম সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্হিতিতে সরেজমিনে মাপ জরিপ শেষে সরকারি রাস্তাটি শান্তিপূর্ণভাবে দখলমুক্ত করেন। এ বিষয়ে ভাড়াশিমলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শেখ ইউনুচ চিশতী বলেন, দীর্ঘদিনের বেদখলে থাকা সরকারি রাস্তাটি দখলমুক্ত করতে এলাকাবাসীর সহযোগীতা পেয়েছি। রাস্তাটি দখলমুক্ত হওয়ায় এলাকার মানুষ এখন খুশি প্রকাশ করেছে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION