বেনাপোল প্রতিনিধিঃ বিভিন্ন সময় ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের হওয়া আট বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। সোমবার(৩০ নভেম্বর) বিকেল ৫ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেতর আসারা হলেন, খাগড়াছড়ি জেলার আব্দুল বাতেনের মেয়ে হাজিরা খাতুন, যশোর জেলার আব্দুর রহমানের মেয়ে সালমা খাতুন, আযুব আলীর মেয়ে হাজিরা খাতুন, শাখাওয়াত আলী বিশ্বাসের স্ত্রী মাজেদা খাতুন, পটুয়াখালী জেলার হাকিম আলী হাওলাদারের স্ত্রী রেখা বেগম, মাগুরা জেলার তোরাপ বিশ্বাসের মেয়ে রিয়া বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলার আব্দুল আজিজের মেয়ে আখি মন্ডল ও চুয়াডাঙ্গা জেলার রতন মন্ডলের মেয়ে রানী মালিথা। ফেরত কৃতদের বেনাপোল থেকে গ্রহনকারী যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জামান, ভুক্তভোগী নারীরা ভালো কাজে আশায় বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে এরা ভারতের বোম্বাই শহরে পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে ভারতের বোম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে তিন বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে তাদেরকে ট্রাভেল পারমিটের আজ বিকালে দেশে ফেরত ফেরত পাঠিয়েছে। বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসা ৮ নরীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পএের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে জাস্টিস এন্ড কেয়ার পাঁচ জন ও যশোর রাইটস তিন জনকে এ দুটি এনজিও সংস্থা গ্রহন করেছে। পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।