মণিরামপুর প্রতিনিধি : র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মণিরামপুরসহ বিভিন্ন এলাকার মাদক সিন্ডিকেটের ৭ কারবারীকে গ্রেফতার করেছে। এসময় উদ্ধার ও জব্দ করা হয় ১ কেজি ২’শ গ্রাম হেরোইনসহ একটি মাইক্রোবাস। বিষয়টি গতকাল সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন।
র্যাব জানায়, গত রবিবার বিকেলে তাদের কাছে গোপন সংবাদ আসে বেনাপোল থানা এলাকা হতে একটি মাইক্রোবাসে বিপুল পরিমাণ মাদক নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে র্যাবের একটি দল যশোর পুলেরহাট বাজারে পৌঁছয়ে একটি চেকপোষ্ট স্থাপন করে। এক পর্যায় ঢাকা মেট্রো-চ, ১৩-৫৪৬৯ নম্বরধারী একটি কালো রংয়ের মাইক্রোবাস আটকের পর তল্লাশি চালিয়ে সিটের নিচে থাকা ১২টি প্যাকেটে ১ কেজি ২০০ গ্রাম হোরোইন উদ্ধারসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। মাইক্রোবাস থেকে উদ্ধার হওয়া উক্ত হোরোইনের ব্যবসায় জড়িত থাকার অভিযোগে র্যাব সদস্যরা গত রবিবার সন্ধ্যায় মণিরামপুর পৌর শহরের পাইকারী মাছ বাজারে অভিযান চালিয়ে ফজর আলী নামে এক যুবককে গ্রেফতার করে। সে পৌর এলাকার হাকোবা গ্রামের আব্দুর রশিদের পুত্র। আটক ফজর মণিরামপুর থানার পাশে মাছ বাজারের একটি আড়তে কাজ করার পাশাপাশি অতি গোপনে মাদক সিন্ডিকেটের সাথে কারবার চালিয়ে আসছিল। একই ঘটনায় র্যাবের হাতে আটক অন্যান্যরা হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের জাহাঙ্গীর আলম ও ওয়াসিম উদ্দিন আহম্মেদ, পাবনা জেলার আমিনপুর থানার চকডরিয়া গ্রামের হান্নান মৃধা, যশোর কোতয়ালী থানার শংকরপুর গ্রামের ফারুক হোসেন ও পুরাতন কসবা এলাকার তাহের উজ্জামান এবং জব্দকৃত মাইক্রোবাসের চালক রাজশাহী জেলার মোহনপুর থানার বড়ইপাড়া গ্রামের আহাদ আলী। র্যাব জানায়, আটকদের যশোর কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।