ইব্রাহিম খলিল: শ্যামনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মহিলাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। মামলা সূত্রে প্রকাশ গত ২৭ নভেম্বর সকাল ১০ টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট (৫শত বিঘা) গ্রামের মোঃ সোবহান মল্লিকের নাতনী জাকিয়া সুলতানা (৫) ও একই গ্রামের শহিদ মল্লিকের ছেলে ইমরান হোসেন (৮) সোবহান মল্লিকের বাড়ির সামনে রাস্তার উপর খেলা ধুলা করা কালে বাচ্চারা গোলযোগ করে যে যার মতন বাড়িতে চলে যায়। এক পর্যায় ইমরানের কাছে গোল যোগের বিষয়টি শুনে ও পূর্ব শক্রতার জের ধরে শহিদ মল্লিক দলবদ্ধ ভাবে লাটি শোটা ও অস্ত্র-শ্বস্ত্র নিয়ে সোবহান মল্লিক বাড়িতে না থাকার সুবাদে তার বাড়ির মধ্যে অনধিকার ভাবে প্রবেশ করে এবং অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এসময় সোবহান মল্লিকের স্ত্রী মাছুরা বেগম প্রতিবাদ করলে শহিদ মল্লিকের নির্দেশে ৭/৮ জন ব্যাক্তিরা মাছুরা বেগমকে শ্লীতহানী সহ বেধড়ক মারপিট করে। এতে সে গুরুতর জখম হয় এবং তার হাকডাক চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসায় আসামীরা পালিয়ে যায়। পরিবারের লোকেরা আহত মাছুরাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় গত ২৮ নভেম্বর নির্যাতিতার স্বামী সোবহান মল্লিক বাদী হয়ে ৪ জন সহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ধুমঘাট (৫শত বিঘা) গ্রামের মোহাম্মদ মল্লিকের ছেলে শহিদ মল্লিক (৩০) হাবিবুল্যাহ মল্লিক (২৬) একই গ্রামের শুকরো মল্লিকের ছেলে রুবেল মল্লিক (২৫) ও আহাদুল্যাহ মল্লিকের ছেলে মোহাম্মদ মল্লিক (৬০)। যাহার মামলা নং -২৭।