কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি‘র সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কালিন্দী, ইছামতি ও কাঁকশিয়ালী নদীর ত্রি-মোহনায় অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন বসন্তপুর বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা সদস্য (এফএস) জাবেদ আলীসহ বিজিবি‘র সদস্যরা রাতে তিন নদীর মোহনায় অভিযান চালায়। এসময় দুটি প্লাস্টিক বস্তা তল্লাসি করে ৩৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ কেজি ৫০ গ্রাম গাঁজা, একটি স্মার্টফোন, এক বোতল ঔষধ ও এক বোতল নবরত্ন তেল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭ বিজিবি নীলডুমুর ব্যাটালিয়নের লেঃ কমান্ডার এম মিলটন কবির ক্যাম্পে থাকাকালীন বিপুল পরিমাণের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্য মালামালের আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৯ হাজার ৫৭০ টাকা। তবে এ ঘটনায় মাদকদ্রব্য ও মালামাল পাচারের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। পরে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।