ঝিনাইদহে দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে অভিযোগ: প্রতিবাদ সমাবেশ
ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল চৌধুরী ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমানের বিরুদ্ধে আদালতে মানহানীর অভিযোগের প্রতিবাদে নিন্দাও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে শৈলকুপা প্রেসকাব কার্যালয়ে সভাপতি এম হাসান মুসার সভাপতিত্বে জরুরী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অবিলম্বে এ মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন প্রেসকাবের সাধারন সম্পাদক ও দৈনিক আমদের সময়ের উপজেলা প্রতিনিধি শাহীন আক্তার পলাশ, ডিবিসি টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি আবদুর রহমান মিল্টন, সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু,ডাকুয়া পত্রিকার সম্পাদক শামীম বিন সাত্তার, প্রেসকাবের সহ সভাপতি ও নয়াদিগন্ত প্রতিনিধি মফিজুল ইসলাম, প্রেসকাবের সাংগাঠনিক সম্পাদক ও আমার সংবাদের উপজেলা প্রতিনিধি আবদুল জাব্বার, মানবজমিন প্রতিনিধি ওয়ালিউল্লাহ ওলি, খবরপত্রের উপজেলা প্রতিনিধি চঞ্চল মাহমুদ, দৈনিক যশোরের শৈলকুপা প্রতিনিধি নোমান পারভেজ, প্রেসকাবের সহ সাধারন সম্পাদক ও রবি বার্তার জেলা প্রতিনিধি তুহিন জোয়ার্দ্দার, বর্তমান কথার জেলা প্রতিনিধি বকুল, এই আমার দেশের শৈলকুপা প্রতিনিধি আবদুল আলীম সহ আরো অনেকে। উল্লেখ্য কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের জালিয়াতির ঘটনা নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমানের বিরুদ্ধে গত ১৬ই নভেম্বর আদালতে মানহানীর অভিযোগ দায়ের করেন সদ্য বরখাস্তকৃত ক্যাশ কর্মকর্তা আঃ সালাম ও মাঠকর্মী আজির আলী।
শৈলকুপায় জমি বিরোধে হামলা, ভাংচুর ও লুটপাট; চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রকের নামে মামলা!
ঝিনাইদহের শৈলকুপায় জমি বিরোধে খয়বার হোসেন খান (৭০) নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তারই আপন ভাই আলী আলম খান ও ভাতিজাদের বিরুদ্ধে। ঘটনাটি ২২ নভেম্বর (রোববার) বিকালে উপজেলার দিগনগর ইউনিয়নের দহকোলা গ্রামে। এঘটনায় শৈলকুপা থানায় এজাহার দায়ের হয়েছে। এজাহার সুত্রে জানা যায়, উপজেলার দহকোলা গ্রামে খয়বারের সাথে তারই আপন ভাই চুয়াডাঙ্গা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আলমের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে ২২ নভেম্বর (রোববার) বিকালে আলমের নেতৃত্বে তার দুই ছেলে ডিয়ার খান, ছোটন খান ও সাইদার খান, আক্তার খানসহ প্রায় ৬/৭ জনের একটি দল দেশীয় অস্ত্র, রামদা, ডাসা, হাতুড়ী, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে খয়বারের বাড়িতে অর্তকিতভাবে হামলা করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। একপর্যায়ে খয়বারের ষাটোর্ধ্ব স্ত্রী বাধা দিলে ডিয়ার, ছোটন ও আফরোজা সুলতানা টফি তাকে মারধরে আহত করে। পরে ঘরে ঢুকে রঙিন টেলিভিশন, আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া ওয়ারড্রপের ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠে। এসময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী খয়বার ওইদিন রাতেই শৈলকুপা থানায় একটি এজাহার দায়ের করেছেন। আহত মরিয়ম বেগম জানান, আমার ছেলেরা কেউ বাড়িতে না থাকার সুযোগে আলম ও তার ছেলেরাসহ ৬/৭ জন মিলে দফায় দফায় হামলা করে ভাংচুর ও লুটপাট করেছে। জমি লিখে না দেয়ায় অতর্কিতভাবে তারা এঘটনা ঘটায়। অভিযুক্ত আলমের স্ত্রী আফরোজা সুলতানা টফি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকেই তারা মেরে আহত করে ভাংচুর করে নিজেরাই সবকিছু সরিয়ে দোষারোপ করছে। আমার স্বামীর প্রাপ্য জমি দেয়ার কথা থাকলেও তারা দীর্ঘদিন তালবাহানা করছে। এ বিষয়টির জন্যই তারা মিথ্যা নাটক সাজিয়েছে। দিগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান তপন জানান, ঘটনাটি আমি মৌখিকভাবে শুনেছি। বিষয়টি যদি সত্যি হয় প্রশাসন তদন্ত সাপেে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় একটি এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কালীগঞ্জে ুধা জয়ী ১৫ নারীকে সম্মাননা প্রদান
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১৫ জন ুধা জয়ী নারীকে সম্মাননা প্রদান করেছে জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। ুধামুক্ত বাংলাদেশ গড়তে অবদান রাখায় এসব নারীদের সম্মননা প্রদান করা হয়। ২৫ নভেম্বর বুধবার শহরের বলিদাপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে ”হাঙ্গার ফ্রি বিজয়-২০২০” নামক সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আসলাম আলী ভুইয়া, কালীগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, জনতা ব্যাংকের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন, কালীগঞ্জ প্রেসকাবের সভাপতি জামির হোসেন ও সাংবাদিক তারেক মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, প্রোগ্রাম কর্মকর্তা এস এম শাহীন হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারপ্রাপ্ত এরিয়া কো অডিনেটর শাহজাহান আলী বিপাশ। শত বাধা পেরিয়ে ুধা জয়ী ১৫ নারী হলো উপজেলার নিয়ামতপুরের রেনুকা আক্তার, মস্তবাপুরের মারুফা খাতুন ও তহমিনা বেগম, অনুপমপুরের মুন্নি বেগম ও জোসনা বেগম, মহেশ^রচাদার মঞ্জুরা রানী, মল্লিকপুরের স্বপ্না খাতুন ও রুপভান বেগম, আগমুন্দিয়ার ফারহানা বেগম, বলরামপুরের আসমানি দেবনাথ ও রেকসনা বেগম, ভোলপাড়ার ফাতেমা বেগম, হরিগোবিন্দপুরের আসমা বেগম এবং আড়-য়াশলুয়ার রিজিয়া খাতুন ও রিনা বেগম। তারা সবার অজান্তেই টেকসব উন্নয়ন, জৈব চাষ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরা, নারীর মতায়ন, যুব উন্নয়ন তথা আর্থ সামাজিক উন্নয়ন এবং ুধা ও দারিদ্র অবসানে অবদান রেখে চলেছে। প্রতিবছর সমাজে বিভিন্ন ভাবে অবদান রাখা ব্যাক্তি বা সংগঠনকে সম্মাননা স্বরুপ এই পুরস্কার প্রদান করে থাকে স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড।
হরিণাকুন্ডুতে অবৈধ মটরযান নির্মাণ ও মাস্ক পরিধান না করায় জরিমানা
ঝিনাইদহের হরিণাকুন্ডু পার্বতীপূর বাজারে মঙ্গলবার বিকালে মাস্ক পরিধান বাধ্যতামূলক আইন সহ স্বাস্থ্যবিধি অমান্য করা, অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য সংরণ ও ওজনে কারচুপি করায় ছয়টি মামলা সহ ছয় জন ব্যক্তির নিকট থেকে নগদ ৪৯০০ টাকা জরিমানা আদায় এবং গত সোমবার সকালে অবৈধভাবে লাটা হাম্বার ও মিনি ট্রাক (স্যালো ইঞ্জিনচালিত) তৈরির অপরাধে টুলু লেদের ইউনুচ আলী নামে একব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে নগদ অর্থ জরিমানা করলেন নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। ইউনুচ আলী পৌরসভার আদর্শপাড়া এলাকার মৃত- জইরুদ্দিনের ছেলে। মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু লেদ ও গ্যারেজ পট্রিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইনে অনুমোদনহীন স্থানীয় যান তৈরির অপরাধে ইউনুস আলীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে শহরের জেলা পরিষদ ডাকবাংলো মোড়ে মাস্ক পরিধান বাধ্যতামূলক নিশ্চিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ফারুক হোসেন নামের এক কসমেটিক্স ব্যবসায়ীকে পাঁচ‘শ টাকা জরিমানা করেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। দুইদিনে ভ্রাম্যমান আদালতে মোট আটটি মামলা সহ নগদ ত্রিশ হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়। এসকল সময় হরিণাকুন্ডু থানার এসআই বিশ্বজিৎ পাল ও এসআই আবদুল মতিন সহ পুলিশ সদস্যরা সহায়তা করে।
‘কমলা রঙের বিশে^ নারী, বাধার পথ দেবেই পাড়ি’ শ্লোগানে
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত
‘কমলা রঙের বিশে^ নারী, বাধার পথ দেবেই পাড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খানম মিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সনাক’র সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার কর্মী নুরুন্নাহার কুসুম, এইড’র জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সিনিয়র সাংবাদিক এম এ জলিলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজনে অংশগ্রহণ করে, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, ওয়েলফেয়ার এফোর্টস, দুর্বার নেটওয়ার্ক এইড’র জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পসহ বেশ কয়েকটি জিও এনজিও সংগঠন। বক্তারা, নারী নির্যাতন মুক্ত, সমাজ, দেশ, রাষ্ট্র গঠনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে ঝিনাইদহে শোকসভা
বাংলাদেশ ফুটবল দলের সাবেক খেলোয়াড় ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে ঝিনাইদহে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ শোকসভার আয়োজন করে জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাইসুল ইসলাম আসাদ। শোকসভায় বক্তব্য রাখেন ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, সোনালী অতীত কাবের উপদেষ্টা আনিচুর রহমান খোকা, ওয়ালিদ হাসান সিপার, সভাপতি রতন কুমার কর্মকার, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদস্য নজরুল ইসলাম, খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাইসুল ইসলাম আসাদ, সাবেক ফুটবলার আব্দুর রহিমসহ সাবেক ও বর্তমান ফুটবলাররা বক্তব্য রাখেন। বক্তারা, দেশের ফুটবলের এক সময়ের উজ্জ্বল নত্র বাদল রায়ের তাঁর মুত্যুতে ক্রীড়াঙ্গনের অপূরণীয় তি হয়েছে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ঝিনাইদহে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত
ঝিনাইদহে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশনের বাস্তবায়নে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের এইড ফাউন্ডেশন কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষেদে গিয়ে শেষ হয়। পরে সেখানে মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, এইডের প্রকল্প সমন্বয়কারী আশরাফুন্নাহার আশা, প্রকল্প সহায়ক মোহাম্মদ আয়াতুল্লাহ, ডিপিসি নাসির উদ্দিনসহ অন্যান্যরা। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।