মণিরামপুরে আধুনিক ফসল উৎপাদন প্রযুক্তির উপর ১দিনের কৃষক/কৃষাণীর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মণিরামপুরে ২০২০/২১ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তির উপর ১দিনের কৃষক/কৃষাণীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপি উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তর মণিরামপুর, যশোর-এর বাস্তবায়নে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩০জন কৃষক/কৃষাণীর অংশ গ্রহণে এ প্রশিক্ষণের স্বগত বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার। প্রশিক্ষণে সহায়তা প্রদান করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মুক্তি ইয়াসমিন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী কৃষক/কৃষাণীদের সম্মানীভাতা ও সনদপত্র প্রদান করা হয়।
মণিরামপুর সদর ইউনিয়নের ২৮টি পরিবারের মাঝে ব্র্যাকের উদ্যোগে সূখী পরিবার অ্যাওয়ার্ড প্রদান
মণিরামপুর সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২৮টি দম্পত্তির মাঝে ব্র্যাকের উদ্যোগে সূখী পরিবার অ্যাওয়ার্ড ২০২০ এর সম্মানী ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার ইউনিয়ন পরিষদ হলরুমে সম্প্রীতির সমাজ গড়ি প্রকল্পের আওতায় ইউনিয়ন সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে এ ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সূখী পরিবার দম্পত্তির হাতে ক্রেস্ট তুলে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের কর্মীসহ স্থানীয় সূধীজন।
মণিরামপুর থানা পুলিশের কার্যক্রম পরিদর্শনে খুলনা রেঞ্জ ডিআইজি
মণিরামপুর থানা পুলিশের কার্যক্রম পদির্শন করেছেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন। গতকাল বুধবার সন্ধ্যায় ডিআইজির বাৎসরিক থানা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন যশোর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন ও মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শোয়ায়েব আহম্মেদ। বিষয়টি নিশ্চত করেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
মণিরামপুরে বিল কাকুড়িয়ার জলাবদ্ধতা নিরসনের দাবীতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সমাবেশ
মণিরামপুর উপজেলার বিল কাকুড়িয়ায় কৃষকদের সুবিধার্থে দীর্ঘ মেয়াদী প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার চালকিডাঙ্গা বাজারের কাশিমনগর মোড়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাাখেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মজিদ। স্থানীয় ইউপি মেম্বর খবির হোসেন খুররমের সভাপতিত্বে ও ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মহিবের পরিচালনায় উক্ত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও কাশিমনগর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল আহাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির কোষাধ্যক্ষ পরিতোষ চন্দ্র দাস, স্থানীয় কৃষক মাহাবুবুর রহমান, আব্দুল মান্নান দফাদার প্রমুখ।
মণিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের পরলোক গমণ
মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পরিতোষ কুমার বিশ্বাস (৭২) পরলোক গমণ করেছেন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুলটিয়া গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক ইউপি চেয়ারম্যান পরিতোষ বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রণয় চৌধুরী।