কেশবপুরে দিনমজুর হাসিনা খাতুনের বসতঘর না থাকায় অন্যের বাড়িতে দিন পার
কেশবপুরে একটি বসতঘর না থাকায় অন্যের বাড়িতে দিন পার করছেন হাসিনা থাতুন(৬০) নামের এক দিনমজুর মহিলা। সে দীর্ঘদিন ধরে এলাকার অন্যের জমিতে শ্রম দিয়ে সংসারের খরচ বহন করে আসছে। ঘর না থাকার কারণে দুচিন্তায় দিশেহারা হয়ে পড়েছে দিনমজুর হাসিনা।রবিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামের মৃত আব্দুল হকের স্ত্রী হাসিনা খাতুন স্বামীর রেখে যাওয়া মাটির ঘরে বসবাস করত কিন্ত ইতিমধ্যে ঐ মাটির ঘরটি ফাটল ধরলে প্রতিবেশিদের নিরাপত্তার স্বার্থে সেটি ভেঙ্গে ফেলতে হয়েছে। হাসিনা খাতুনের পাশের একটি ঘরের বারান্দায় থাকার ব্যবস্থা হলেও তার ঘরের আবাবপত্র পড়ে আছে উঠানে। মাঝে মাঝে জায়গার অভাবে অন্যের বাড়িতে দিন পার করতে হচ্ছে তার। পারিবারিক অভাব অনাটনের জন্য ৩ ছেলে সন্তান থাকলেও বিপাকে রযেছে হাসিনা খাতুন। সে বর্তমানে আবাসন সংকটে ভুগছেন। মাটির তৈরি একমাত্র আশ্রয়স্থল বাড়িটি ভাঙ্গা হয়েছে। হাসিনা খাতুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত”জমি আছে ঘর নাই” প্রকল্পে আবেদন করে ছিলেন একটি ঘর পাওয়ার জন্য।কিন্ত এখনও তার ঘর সংক্রান্ত কোনো সুরোহা হয়নি। এমন অবস্থায় গৃহহীন হাসিনা খাতুন একটি ঘরের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দুষ্টি আকর্ষণ করেছেন। হাসিনা খাতুন এই প্রতিনিধিকে জানান,সাংবাদিকরা আমার কথা খবরের কাগজে দিলি আমার ঘরটা হবেনে।ঘর না হলি আমি এহন কনে থাকবো কি করবো। এ ব্যপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য কবিতা খানম বলেন,বিষয়টি শুনেছি। হাসিনা খাতুন নামের ওই দিমজুর মহিলা ঘর পাওয়ার জন্য আবেদন করেছে।
কেশবপুর উপজেলা ভূমি অফিসের মাসিক সভা অনুষ্ঠিত
কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইরুফা সুলতানার পরিচালনায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা,সার্ভেয়ার ও অফিস সহকারিরা।
মাসিক রাজস্ব সভায় অসহায় গৃহহীনদের মাঝে মুজিব বর্ষ উপলক্ষে গৃহ নির্মাণের জন্য খাস জমি বন্দোবস্ত করার জরুরি নির্দেশনা দেওয়াসহ অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণের উপযোগী খাস জমির প্রস্তাবের জন্য নির্দেশনা প্রদান করেন। এর পর প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের জন্য অতিরিক্ত একটি করে ল্যাপটপ প্রদান করা হয়। মাসিক সভা শেষে পাঁজিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুল খালেকের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।
কেশবপুর পৌরসভা নির্বাচনে ৩ নং ওয়ার্ডের ৭ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে
গণসংযোগ মতবিনিময় সভায় ব্যাপক এগিয়ে জি এম কবির
আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সমার্থন প্রত্যাশী ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য ৭ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে গণসংযোগ,উঠান বৈঠাক মতবিনিময় সভায় ব্যাপক এগিয়ে আছেন জি এম কবির।
তিনি তার কর্মী সমার্থনদের সাথে নিয়ে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিজ এলাকায়সহ ওয়ার্ডের বিভিন্ন স্থানে যেয়ে দোয়া সমার্থন চেয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে। তবে সম্ভাব্য ৭ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে তেমন গণসংযোগে দেখা মিলছে না জামাল উদ্দীন সরদার,মনিরুজ্জামান শাহিন,আব্দুল্লাহ আল মামুন,মশিয়ার রহমান,প্রদীপ চক্রবর্তী বলে ৩নং ওয়ার্ডের সাধারণ ভোটারা জানান। এখনো পর্যন্ত তফশীল ঘোষণা না হলেও প্রার্থীদের পদচারনায় পৌর এলাকার ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ দেখা দিয়েছে। সাধারণ ভোটারদের বাড়ি থেকে শুরু করে এলাকার চায়ের দোকান,পাড়াসহ বিভিন্ন স্থানে প্রার্থীরা যেয়ে তাদের লিফলেট বিতরণ শুরু করাসহ গণসংযোগ অব্যাহত রেখেছে।এদিকে ইতিমধ্যে সম্ভাব্য ৭ জন কাউন্সিলর প্রার্থীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহার নিকট দলীয় ফরম পূরণ করে জমা দিয়েছেন।কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন? তা নিয়ে রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষন ও আলোচনা-সমলোচনা। প্রতি বারের মত এবারো প্রার্থীদের কাছে ভোটারদের কদর বেড়েছে। ৩নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদে দলীয় সমর্থন পেতে গণসংযোগে ব্যস্ত রয়েছে বর্তমান কাউন্সিলর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল উদ্দীন সরদার,পৌর নং ৩ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান,আওয়ামী লীগের সমার্থন প্রত্যাশী জি এম কবির,নাছির উদ্দীন সরদার,মনিরুজ্জামান শাহিন,আব্দুল্লাহ আল মামুন প্রদীপ চক্রবর্তী। এই ৭ জন প্রার্থীর মধ্যে গণসংযোগ,উঠান বৈঠাক মতবিনিময় সভায় ব্যাপক এগিয়ে আছেন জি এম কবির। পৌর ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ পুরাদমে চালিয়ে যাচ্ছে। প্রার্থীদের ব্যানার,ফেস্টুন ও পোষ্টারে পোস্টরে চেয়ে গেছে পৌরসভার ৩নং ওয়ার্ড। শুধু তাই নয় নিজের আখের গোছাতে নয়, জনগনের ভাগ্য পরিবর্তনের অঙ্গিকার নিয়ে এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় ও তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা বলেন,আওয়ামী লীগের সমার্থন প্রত্যাশী ৩ নং ওয়ার্ডের সম্ভাব্য ৭ জন কাউন্সিলর প্রার্থী দলীয় ফরম পূরণ করে জমা দিয়েছেন।