মণিরামপুর প্রতিনিধি: খুলনা শিরোমণি আর্মড ব্যাটলিয়ন পুলিশ অধিদপ্তরের সদস্যরা যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রাশেদ নামে এক শীর্ষ কারবারিকে আটক করেছে। এসময় অপর এক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আটক রাশেদকে মণিরামপুর থানায় সোপর্দ করে দুই জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটলিয়ন পুলিশের একটি টীম গত শনিবার সন্ধ্যার দিকে মণিরামপুর উপজেলার হরিদাসকাটি এলাকার বিশ্ব রায়ের মৎস্য ঘেরের পাশে অভিযান চালায়। এসময় ১৪ বোতল ফেনসিডিলসহ রাশেদুল ইসলাম রাশেদ নামে এক কারবারিকে হাতে-নাতে আটক করা হয়। আটক রাশেদ পৌর এলাকার দূর্গাপুর গ্রামে কেসমত আলীর পুত্র। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাশেদের সহযোগী উপজেলার লাউড়ী গ্রামের মৃত আনোয়ার মেম্বরের পুত্র আজিজুর পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাটলিয়ন পুলিশের এসআই তাপস চন্দ্র গুহ বাদী হয়ে আটক রাশেদ ও পালিয়ে যাওয়া আজিজুরের নাম উল্লেখ করে মণিরামপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-১১। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা করা হয়েছে মণিরামপুর থানার এসআই দেবাশীষ মন্ডলকে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেন খুলনা শিরোমণি আর্মড পুলিশের এসআই তাপস চন্দ্র গুহ।