1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman
শিরোনামঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মণিরামপুর কমিটি দিতে আড়াই লাখ দাবি, সংগঠক বললেন ‘এটা শুধু মজা করা’ মনিরামপুরে বাস-ভ্যান সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ মনিরামপুর উপজেলায় ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে (টি, এস) অনুষ্ঠিত পাইকগাছার শান্তা গ্রামে পুকুরের মাছ চুরির ঘটনায় চোর হাতেনাতে আটক আশি শতাংশ মানুষই ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায়- মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম গদখালীতে এসিড নিক্ষেপে একই পরিবারের তিনজন আহত ঝিকরগাছায় ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন সাইনবোর্ড আছে অফিস নাই যশোরে নববধুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

বেনাপোলে ৮৯১ শ্রমিক সভাপতি সাবেক মোস্তফার ওপর হামলা

  • প্রকাশের সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৯৭ বার সংবাদটি পাঠিত

বেনাপোল প্রতিনিধি ঃযশোরের বেনাপোল স্থলবন্দরের ৮৯১শ্রমিকের সাবেক সভাপতি মোস্তফার ওপর বর্তমান সভাপতি কলি ও সেক্রেটারি জানের নেতৃত্বে শ্রমিকদের দিয়ে তার নিজ বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠেছে।

শনিবার(২১শে নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় বড় আঁচড়া মালেকের দোকানের সামনে শ্রমিদের ব্যবহারের হুক, হাতুড়ি,দা, লাটি নিয়ে জোর জবস্থ করে হামলা করা হয়।সেখানে গ্রামবাসী প্রতিরোধে এগিয়ে আসলে তার পিছিয়ে চলে আসে।যার ফলে বড় ধরনের কোন সমস্যা হতে পারে নাই।

এ ঘটনায় মোস্তফা জানায়,বর্তমানে শ্রমিকদের বন্দরের পাথরের বিল সংক্রান্ত বিভিন্ন খাদে টাকা না দেয়ায় ১মাস আগে শ্রম অধিদপ্তরে একটি অভিযোগ আবেদন করেন।প্রায় সাড়ে ৪ কোটি টাকার একটি অভিযোগ পত্র উল্লেখ করেন।এই অভিযোগ আবেদন করায় বন্দরের ৮৯১শ্রমিকের সভাপতি ও সেক্রেটারির নির্দেশে শ্রমিকদের সব গ্রুপ সর্দার সোয়ারাব,আনারুল,সজিব,সাগর,মান্নান,সাজেদুর ছাড়াও আরো অনেকে বিভিন্ন মার মুখি যন্ত্র নিয়ে হামলা করে থাকে।

স্থানীরা জানায়,শ্রমিকরা বন্দরের কাজ করে থাকে বন্দরের সাথে জড়িত। তারা কি ভাবে দলবদ্ধ হয়ে গ্রামের মধ্যে এসে সন্ত্রাসী কর্যক্রম করে থাকে।কেও অন্যায় করলে তার জন্য দেশের আইন আছে এ ভাবে প্রকাশ্যে জনগনের সামনে এ ধরনের কার্যক্রম খুবই জঘন্ন ঘৃণার কাজ আমরা এ ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।এসময় গ্রামের হাজার জনতা মহিলা পুরুষ ছোট বড় সকলে তাদের সাথে বাক বিতন্ড ও হাতাহাতি হতে দেখা যায়।উৎসুখ জনতাদের হাত থেকে তাকে সিনিয়ে নিতে পারলে তাকে ধরে পিটিয়ে মারতো বলে অনেকে অভিযোগ করেন।

এ বিষয়ে শ্রমিক সভাপতি কলি মোল্লা জানন,শ্রমিক সংগঠনের নামে ৫কোটি টাকা আত্নসাত অভিযোগ এনে মামলা করে। প্রকৃত পক্ষে ঠিকাদর বন্দরে টাকা দেয়নি ঠিকাদার আমাদের কেও টাকা দেয়নি।এমন কোটি অভিযোগের ভিত্তিতে শ্রমিকরা তার কাছে হিসাব চাইতে গিয়েছিল। হত্যার উদ্দেশ্যে হামলার বিষয়টি অস্বিকার করেন এ শ্রমিক নেতা।

এদিকে পুলিশ কাছে হামলার বিষটি জানতে চাইলে পুলিশ বলেন টহল দল পাঠানো হয়েছে। তবে ঘটোনাস্থলে সংবাদকর্মীরা পুলিশের কাওকে দেখতে পায় নাই।

উল্লেখ্য, এর আগে শ্রমিকদের নেতৃত্বে ছিলো মোস্তফা, দলীয় গ্রুপের কারনে মোস্তকে শ্রমিক ইউনিয়নের সামনে বেধড়ক মারপিট করে, শ্রমিক ইউনিয়ন দক্ষল করে নেয় বর্তমান সভাপতি ও সেক্রেটারি।সে অবস্থায় পুলিশের উপস্থিতে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়ে ছিলো।

 

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION