কালিগঞ্জে আমার ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আত্মপ্রকাশ
আমার রক্তে বাঁচুক অন্যের প্রাণ, রক্ত হোক আত্মমানবতায় শ্রেষ্ঠ দান’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন আমার ব্লাড ডোনেট ফাউন্ডেশন আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ হয়েছে। ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়িদের উদ্যোগে বুধবার রাতে বাজারে তৌফিক স্টিল এন্ড ওয়েন্ডিং ওয়ার্কশপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাজিমগঞ্জ বাজারের অন্যতম জায়গা দাতা মরহুম আলিম বক্স এর জামাতা রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও সাংবাদিক ইমরান আলীর সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি শেখ ফিরোজ কবির কাজল, ইউনিয়ন শ্রমীকলীগের সভাপতি শেখ মিয়ারাজ আলী, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল করিম, বিশিষ্ট ফারুক হোসেন পল্টু, শেখ শাহাজান, তরিকুল ইসলাম, গ্রাম ডাক্তার রাজু আহমেদ খান প্রমুখ। এসময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার প্রতিষ্ঠায় প্রয়াত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আলিম বক্স, শেখ আব্দুল মাজেদ ও আব্দুর রউফ সরদারের অবদান অপরিসীম। শুরুর প্রথম দিকে তারা ১৩ একর ৩৯ শতক জমি ওয়াকফ স্টেট্রের মাধ্যমে বাজারের বিভিন্ন উন্নয়ন কল্পে দিয়ে যান। এখন তাদের নাম পুনরুজ্জীবিত করার নাম স্মৃতি। মানুষগুলোর স্মৃতি ধরে রাখতে স্বেচ্ছায় রক্তদানের লক্ষ্যে “আমার ব্লাড ডোনেট ফাউন্ডেশন” নামকরণ করা হয়। আলোচনা সভায় মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামি এক বছরের জন্য কমিটি গঠন করা হয়। কমিটিতে সাংবাদিক ইমরান আলীকে সভাপতি ও মোখলেছুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক মনোনিত করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যরা হলেন, সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু, সজিব হোসেন সাহেব, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক রাজিব সরদার, প্রচার সম্পাদক নূর হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন, কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান শাহিন ও মহাসিন হোসেন।
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে পাকা সিঁড়ি নির্মাণ কাজের উদ্বোধন
কথা নয়, অবহেলিত এলাকার উন্নয়ন কাজই মূল ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে পুকুরে পাকা সিঁড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর ও পূর্ব বসন্তপুর কারিকর পাড়ায় ঘাট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের সদস্য সমাজসেবক রফিকুজ্জাম রুমি কোদাল ধরে মাটি কেটে সিঁড়ি নির্মাণ কাজের উদ্বোধন করেন। মৎস্য চাষী আজগার আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। ব্যবসায়ি আবুল হোসেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের সহকারী টিম লিডার সাংবাদিক ফরিদুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের, কামরুল ইসলাম, নারী উন্নয়ন কর্মী ছাবিনা খাতুন প্রমুখ। এসময় বক্তারা বলেন, এখানে সিঁড়ি নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বাররা পুকুরে সিঁড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাসে কয়েকবার পানি সেচে নেওয়া হয়েছিল। অবশেষে তাদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সাড়া না পেয়ে বহুল প্রত্যাশিত পুকুরে পাকা সিঁড়ি নির্মাণ কাজ শুরু করে দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজসেবক রফিকুজ্জাম রুমি। নির্মাণ কাজ উদ্বোধনকালে তিনি বলেন, স্থানীয় ইউনিয়নের জনপ্রতিনিধিদের অনীহা, অবহেলা অপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণে নিজস্ব অর্থায়নে পাকা সিঁড়ি নির্মাণ কাজ শুরু করেছি। অবহেলিত এলাকায় যেকোন উন্নয়ন ও জনকল্যানমূলক কাজে আমি সবসময় আপনাদের পাশে আছি। এটির নির্মাণ কাজ দ্রুত শেষ হবে। এসময় তিনি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন। ঘাট নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভুক্তভোগি সাধারণ মানুষসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুস ছোবহানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কালিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, প্রবীণ সাংবাদিক ও লেখক, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস ছোবহান আর নেই। রবিবার ভোরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গনপতি নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ্য থাকার পর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —— রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনের সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৩টায় একাত্তরের রণাঙ্গনের বীর এই মুক্তিযোদ্ধাকে সমাহিত করার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজিবুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম ,সাবেক সহকারী কমান্ডার মুনীর আহম্মেদ সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাদ আছর গনপতি ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস ছোবহান সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তিনি একজন সৎ ও আদর্শবান সাংবাদিক ছিলেন। তিনি শুধু সাংবাদিক হিসেবে সাহসীকতার স্বাক্ষর রাখেন নি, তিনি ১৯৬৮ সালে আইয়ুব সরকারের বিরুদ্ধে ১১ দফার আন্দোলনে একজন অগ্রসৈনিক ছিলেন। ১৯৭১ সালে জীবন বাজি রেখে অস্ত্র হাতে মহান মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের হিঙ্গলগঞ্জ মুক্তিযোদ্ধা ক্যাম্প তৈরি করে মুক্তিযোদ্ধাদের থাকা-খাওয়ার ব্যবস্থা এবং চিকিৎসার জন্য সাহায্য করেছিলেন। তিনি আ’লীগের রাজনীতি করে গেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। এমনকি দীর্ঘদিন তিনি বিভিন্ন পত্র পত্রিকায় অত্যন্ত নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সাথে নিয়মিত লেখালেখি করেছেন।