দেবহাটায় শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামফলক উদ্বোধন
দেবহাটায় ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাম ফলক উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১ টার দিকে উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা ও জমিদাতা আলহাজ¦ মরহুম কাজী আব্দুল মালেকের নামের নামফলক উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত নামফলকের উন্মোচন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এলবাহার গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে করলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও দেবহাটা উপজেলা আওয়ামীলীগের প্রমÍাবিত কমিটির সিনিয়র সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা ও জমিদাতা আলহাজ¦ মরহুম কাজী আব্দুল মালেকের উত্তরসুরী কাজী গোলাম ওয়ারেশ। এসময় স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, নওয়াপাড়া পুলিশিং কমিটির সাধারন সম্পাদক আনিসুর রহমান বকুল, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা ও জমিদাতা আলহাজ¦ মরহুম কাজী আব্দুল মালেককে কৃতজ্ঞচিত্তে স্মরন করেন এবং তার অবদানের কারনেই আজ এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারীকরনের পাশাপাশি এলাকার শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে বলে জানান। উল্লেখ্য, উক্ত স্কুলের প্রতিষ্ঠাতা ও জমিদাতা আলহাজ¦ মরহুম কাজী আব্দুল মালেক এই শিক্ষা প্রতিষ্ঠানটির জন্য ১৯৩৫ সালে তার নামীয় ৬ শতক জমি দান করেন।
দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার বিতরন
দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মুখে কৃষি পূর্নবাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২০-২১ অর্থবছরে রবি/২০২০-২০২১ মৌসুমে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ ও উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। এসময় উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফজাল হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ৫ টি ইউনিয়নের মোট ৬১০ জন কৃষককে এসএলএইটএইচ ধান বীজ, সরিষা বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরন করা হয়।
দেবহাটায় বিভিন্ন দাবীতে কালেক্টরেট সহকারী সমিতির আন্দোলন চলমান
দেবহাটায় বিভিন্ন দাবীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক ও দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে দেবহাটা উপজেলা কালেক্টরেট সহকারী সমিতির আন্দোলন ৫ম দিনের মতো চলমান কর্মসূচী বৃহষ্পতিবার দিনব্যাপী হয়েছে। পদবিপরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দেবহাটা উপজেলা রাজস্ব প্রশাসন ও উপজেলা প্রশাসনে কর্মরত সহকারীদের (৩য় শ্রেণি) ১৫ দিন ব্যাপি পূর্ণ দিবস কর্ম বিরতির অংশ হিসেবে ৫ম দিনের কর্মসূচী শেষ হয়েছে বৃহষ্পতিবার। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাহিনুর ইসলাম, সায়রাত সহকারী নুরুল ইসলাম, অফিস সহকারী সরোয়ার হোসেন ও ইউএনও অফিসের অফিস সহকারী আফতাব উদ্দীন উপস্থিত ছিলেন।
দেবহাটায় মাক্স পরিধান নিশ্চিত করতে বিভিন্ন জায়গাই মোবাইল কোর্ট পরিচালনা ও মাক্স বিতারণ করা হয়।
দেবহাটায় মাক্স পরিধান নিশ্চিত করতে দেবহাটার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা ও মাক্স বিতারন করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহি অফিসার তাসলিমা আক্তার। মোবাইল কোর্ট পরিচালনা কালে ওনার সাথে উপস্থিত ছিলেন দেবহাটা থানা পুলিশের সদস্য সহ আরো অনেকেই, এই সমায় মোবাইল কোর্টের মাধ্যমে ৩-৪ জন কে প্রায় ১০০০ টাকা জরিমানা করা হয়।
এই সমায় তিনি বলেন মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে মাক্স পরিধান করতে হবে সবাই কে, এই শীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঠেউ থেকে রক্ষা পেতে হবে আমাদের।তাই মাক্স পরিধান ছাড়া আমাদের কোন উপায় নাই।