মণিরামপুর প্রতিনিধি : মণিরামপুরে নিজেদের নির্মাণাধীন ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে রুবাইয়া ইয়াসমিন (৭) নামে নার্সারী পড়–য়া এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার মোহনপুর গ্রামের স্কুল শিক্ষক আব্দুল কুদ্দুসের কন্যা। গতকাল শুক্রবার সকালে শিশুটি ছাদে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা শিশুটিকে উদ্ধার করে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু ঘটে। স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার শিক্ষক আব্দুল কুদ্দুসের নির্মাণাধীন বাড়ির দোতালার ছাদের ঢালাই সম্পন্ন হয়। ওই ছাদের পাশ দিয়ে ৩৩ কেভি মেইন লাইনের তার রয়েছে। শিশুটি ওই ছাদে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ হয়। মণিরামপুর ফায়ার সার্ভিস ইউনিটের দায়িত্বরত আব্দুল কুদ্দুস জানান, গুরুত্বর অগ্নিদগ্ধ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেয়ার পথে পথিমধ্যে মাগুরার আড়পাড়া নামক স্থানে পৌছুলে তার মৃত্যু হয়।